শিরোনাম
ফরেষ্ট বিটের চেকপোস্ট পার হওয়ার পর বনবিভাগ ও ৫৭ বিজিবি’র যৌথ অভিযানে সেগুন কাঠ ও বাঁশ জব্দ রুমা প্রেস ক্লাবের সভাপতি শৈহ্লাচিং মার্মা ও সাধারণ সম্পাদক চনুমং মার্মা আলীকদমে যুব গণঅধিকার পরিষদের কমিটি গঠন ও সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন আলীকদম উপজেলার ৩৪টি জলাশয়ে কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত   রুমায় ধর্ষিতা পরিবারকে হুমকি, এক ঘরে করা যাবে না- লেফটেন্যান্ট কর্নেল মোঃ আলমগীর হোসেন আলীকদমে বিজিবির উদ্যোগে দূর্গম ওয়াংরাইপাড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা আলীকদম উপজেলাকে ডিজিটাল সবুজ শিক্ষা ও সেবা নগরী হিসেবে ঘোষণা দিতে গ্রীন পলিসি মুভমেন্ট’র আহবায়ক মহিউদ্দিন বন্ধুর প্রস্তাবনা   ফার্মাসিউটিক্যালস রিপ্রজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) মিরসরাই শাখা কার্যালয় উদ্বোধন আলীকদমে মাছ চাষিদের মাঝে জেলা পরিষদ কর্তৃক বিনামূল্যে পোনা বিতরণ আজ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ পারভেজ আলম পাভেল-এর জন্মদিন
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৩ পূর্বাহ্ন
Notice :
ঢাকাসহ সারা দেশে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ দেবে দৈনিক বাংলার সমাচার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও মনমনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলা ও অঞ্চলে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ চলছে

আলীকদম উপজেলাকে ডিজিটাল সবুজ শিক্ষা ও সেবা নগরী হিসেবে ঘোষণা দিতে গ্রীন পলিসি মুভমেন্ট’র আহবায়ক মহিউদ্দিন বন্ধুর প্রস্তাবনা  

সম্পাদক প্রকাশক / ৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
Oplus_0

–_–

টি আই মাহামুদ

 

আলীকদমের জনস্বার্থে নিম্নোক্ত বিষয়সমূহে দ্রুত যথার্থ ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার বরাবরে গ্রীন পলিসি মুভমেন্ট এর আহবায়ক মহিউদ্দিন বন্ধু বিশেষ  প্রস্তাবনা জানিয়েছেন।

তার প্রস্তাবনায় তিনি উল্লেখ করেন,

জাতি, ধর্ম, বর্ণ, গোত্র ও রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে আলীকদমের মাটি ও মানুষের কল্যাণে জনস্বার্থে নিম্নবর্ণিত প্রস্তাবনা উপস্থাপন করছি। আপনার নিকট বিনীত অনুরোধ প্রতিটি প্রস্তাবনার আলোকে একটি বিশেষ কার্যকরী কমিটি গঠনপূর্বক বাস্তবায়ন এবং নিয়মিত তদারকি নিশ্চিত করা হোক। প্রস্তাবনাসমূহ:

১. মাদকমুক্ত আলীকদম বাস্তবায়ন

ক) মাদকের সাথে সংশ্লিষ্ট গডফাদারদের তালিকা প্রকাশ এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ। নিয়মিত যৌথবাহিনীর অভিযান এবং তালিকাভুক্ত ব্যক্তিদের নজরদারি রাখা। (মাদক সংক্রান্ত তালিকাভুক্ত ব্যক্তি আলীকদম থেকে প্রবেশ-বাহির প্রস্তাব ২ নিবন্ধন বাধ্যতামূলক)

খ) রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকলে সংশ্লিষ্ট দলের হাইকমান্ডকে তাদের বহিষ্কারের জন্য অবহিতকরণ।

গ) মাদক সেবনকারীদের জন্য নিয়মিত কাউন্সেলিং ও নিরাময় কেন্দ্রে প্রেরণের ব্যবস্থা।

ঘ) যুব সমাজকে লাইব্রেরি কার্যক্রম, খেলাধুলা, শিক্ষা-মেধা বিকাশ কার্যক্রম, ফ্রিল্যান্সিং, কুটিরশিল্পসহ নানা কর্মমুখী উদ্যোগে সম্পৃক্ত করা। পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকে ভালো কাজে উদ্বুদ্ধ করার কার্যক্রম চালানো।

GREEN POLICY MOVEMENT

২. পর্যটন উন্নয়ন: পর্যটকদের সেবা ও ব্যবস্থাপনা সহজীকরণের জন্য “টুরিস্ট সাপোর্ট অ্যাপস ও ওয়েবসাইট” তৈরি, যেখানে সকল সংশ্লিষ্ট বিভাগ সংযুক্ত থাকবে। পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা এবং মানসম্মত নিশ্চিত করা।

৩. আলীকদম পৌরসভা সংক্রান্ত: আলীকদম সদরকে পৌরসভায় উন্নীত করার লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠন করে চারটি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভা এলাকা নির্ধারণপূর্বক ফাইল প্রস্তুত ও পরবর্তী পদক্ষেপ গ্রহণ। (চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় নির্দেশিত বান্দরবান জেলা প্রশাসনের স্মারক নং:

৪৬.৪২.০৩০০.৫০২.০৩.০৭৭.২৪.৪০৬, তারিখ: ১৪ অক্টোবর ২০২৪)

৪. আলীকদম চৌকি আদালত স্থাপন সংক্রান্ত কার্যক্রম অগ্রাহায়ণের লক্ষ্যে বিগত অগ্রাহায়ণকৃত ফাইলের আলোকে আইনশৃঙ্খলা/সমন্বয় মিটিং সবার সম্মতিক্রমে রেজুলেশনসহ, বিগত সময় চৌকি আদালত ছিল এর প্রমাণপত্র, জনমানুষের উপকার, হয়রানি প্রতিরোধ বিষয়গুলো যথার্থ উপস্থাপন করে আইন মন্ত্রণালয় এবং মাননীয় প্রধান বিচারপতির নিকট প্রেরণের ব্যবস্থা গ্রহণ।

৫. পরিবহন উন্নয়ন

ক) আলীকদম-চকরিয়া পরিবহন সিন্ডিকেট ভেঙে বেসরকারি সকল কোম্পানির বাস (মারছা, পূবালী, BRTC, এসি বাসসহ) চালুর সুযোগ তৈরির কার্যক্রম অগ্রাহায়ণ।

খ) আলীকদম থেকে চকরিয়া, কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকা রুটে নিরাপদ ও মানসম্পন্ন পরিবহন চালুর ব্যবস্থাপনা কার্যক্রম অগ্রাহায়ণ। (বর্তমান পরিস্থিতিতে পর্যটক, নারী, বিশেষ চাহিদাসম্পন্ন ও গর্ভবর্তী মা যাত্রীদের জন্য মানসম্পন্ন পরিবহনের অভাব প্রকট)।

৬. উন্মুক্ত বিশ্ববিদ্যালয়:

আলীকদম কলেজে HSC সেন্টার চালুর ফর্ম পূরণ এবং রেজুলেশন বান্দরবান ও চট্টগ্রাম উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অফিসে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করে কার্যক্রমটি অগ্রাহায়ণ করা। SSC কার্যক্রম অগ্রাহায়ণ হয়েছে, তা তদারকি করা।

৭. আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয় সমস্যায় স্থায়ী সমাধান। আইনশৃঙ্খলা মিটিং সকলের সর্বসম্মতিক্রমে সর্বোত্তম সিদ্ধান্ত গ্রহণ করে মন্ত্রণালয়ে ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ। আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়কে মহিলা কলেজে উন্নীতকরণের ব্যবস্থা গ্রহণ। প্রাথমিকভাবে হোম ইকোনমিক্স-সংক্রান্ত বিষয় চালু।

৮. আলীকদম কলেজের দ্রুত অনার্স, মাস্টার্স চালু সংক্রান্ত প্রস্তুতি গ্রহণ এবং জাতীয়করণ সংক্রান্ত ব্যবস্থা গ্রহণ।

৯. আলীকদম ইসলামিয়া দাখিল মাদ্রাসা: আলিম, ফাজিল, কামিল দ্রুত পাঠদানের ব্যবস্থা অগ্রাহায়ণ এবং আবাসিকসহ দুইটি (ছেলে/মেয়ে) ক্যাম্পাসের ব্যবস্থা করা।

১০. আলীকদমের প্রত্যেকটি বাজারসহ সম্পূর্ণ আলীকদম শতভাগ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা গ্রহণ। প্রতিটি প্রতিষ্ঠান এবং দোকানে ডাস্টবিন বাধ্যতামূলক করা।

১১. নদীভাঙন রোধ: ছাবের মিয়া পাড়া গ্রামে সোনা মিয়া সর্দারের বাড়ির অগ্রভাগ হতে ফরিদ সর্দারের বাড়ির অগ্রভাগ পর্যন্ত নদীভাঙন রোধে সিমেন্ট ব্ল্যাংকেট/ব্লক/স্পার নির্মাণ। অন্যান্য জনবহুল নদীভাঙন এলাকাগুলোতেও ব্যবস্থা গ্রহণ।

১২. সড়ক সংস্কার: উপজেলা প্রশাসনের কার্যালয় থেকে ছাবের মিয়া পাড়া পশ্চিমাংশ পর্যন্ত রাস্তা সংস্কারের ব্যবস্থা। অন্যান্য ঝুঁকিপূর্ণ রাস্তা এবং গণদাবি উপস্থাপিত রাস্তা সমূহ সংস্কার করা।

১৩. আলীকদম-নাইক্ষ্যংছড়ি সড়ক উন্নয়ন: উক্ত সড়ক পরীক্ষা ও সংস্কারপূর্বক দ্রুত আলীকদম-নাইক্ষ্যংছড়ি-কক্সবাজার সরাসরি পরিবহন ব্যবস্থা চালু।

১৪. তামাক চাষ প্রতিরোধ পাইলট প্রজেক্ট গ্রহণ।

ক) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, আলীকদম উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, আলীকদমের ইউনিয়ন পরিষদসমূহ যৌথ উদ্যোগে তামাক চাষ প্রতিরোধ পাইলট প্রজেক্ট গ্রহণ।

খ) আলীকদম উপজেলায় তামাক চাষ সম্পূর্ণ পরিবর্তনে অন্য অর্থকরী ফসল উৎপাদনের ব্যবস্থা গ্রহণ। প্রজেক্টের আওতায় উক্ত ফল ন্যায্য মূল্যে ক্রয় ব্যবস্থাপনা।

গ) প্রজেক্টের আওতায় সকল কৃষককে বিনা সুদের ঋণ প্রদান, জমির পরিমাণ অনুসারে।

ঘ) কোন কৃষি জমি যাতে ফাঁকা না থাকে সে ব্যবস্থা গ্রহণ।

১৫. আলীকদম টু লামা সড়ক, থানচি সড়ক, নাইক্ষ্যংছড়ি সড়ক, অন্যান্য সড়ক, স্পর্শকাতর স্থান প্রয়োজনীয় স্থানসমূহের লাইটিং এবং সিসি ক্যামেরা স্থাপন ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করা। সিসি ক্যামেরা সমূহ

GREEN POLICY MOVEMENT

উপজেলা প্রশাসন, খানা, সেনা জোন, বিজিবি, এবং প্রতিরক্ষা দায়িত্বে সকলের যোগাযোগ নিশ্চিত করা। যাতে জরুরী বিষয়ে দ্রুত একশন নেওয়া যেতে পারে।

১৬. ভোক্তা অধিকার এবং জনস্বার্থে আলীকদমের সকল ব্যবসায়িক এবং সেবা প্রতিষ্ঠান সমূহের পণ্যে/সেবা ন্যায্য মূল্য তালিকা প্রকাশ্যে উপস্থাপিত থাকতে হবে। অন্যতায় লাইসেন্স বাতিল/জরিমানা উদ্যোগ গ্রহণ করতে হবে।

১৭. আলীকদম উপজেলাকে ডিজিটাল সবুজ শিক্ষা ও সেবা নগরী হিসেবে ঘোষণা দিয়ে উপস্থাপিত প্রস্তাবসমূহ বাস্তবায়নের জন্য সার্বিক সহযোগিতা করা। উক্ত কার্যক্রমকে দেশের অন্যান্য দৃষ্টিনন্দিত মডেল প্রজেক্ট হিসেবে তৈরি করতে সার্বিক সহযোগিতা করা। “Alikadam Digital Green Education & Service City” প্রজেক্ট ডিজিটাল প্রেজেন্টেশন তৈরি করে মন্ত্রিপরিষদ বিভাগে ফাইলের সাথে প্রেরণের ব্যবস্থা করা। (মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়।

উল্লেখ্য, মহিউদ্দিন বন্ধু দীর্ঘদিন ধরে আলীকদম উপজেলার সংস্কার ও উন্নয়নের জন্য জাতীয় পর্যায়ে তদবির অব্যাহত রেখেছেন। যার ফলশ্রুতিতে ইতোমধ্যে আলীকদম – লামা – চকরিয়া – চট্টগ্রাম – ঢাকা ও আলীকদম – লামা – চকরিয়া – কক্সবাজার রুটে বিআরটিসি সহ উন্নতমানের বাস চালুর প্রক্রিয়া, আলীকদম চৌকী আদালত পুনঃস্থাপন, আলীকদম উপজেলাকে পৌরসভায় উন্নীতকরণের ব্যবস্থা গ্রহন অন্যতম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ