আলীকদমে মাছ চাষিদের মাঝে জেলা পরিষদ কর্তৃক বিনামূল্যে পোনা বিতরণ
Banglar Shomachar
/ ৩৪
বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় :
মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
এই সংবাদটি শেয়ার করুনঃ
Oplus_0
—– টি আই, মাহামুদ
বান্দরবান জেলার আলীকদম উপজেলায় প্রান্তিক মাছ চাষিদের মাঝে বিনামূল্যে কার্প জাতীয় মাছের পোনা বিতরণ করা হয়েছে।
২০২৫-২৬ অর্থ বছরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে আলীকদম উপজেলার প্রায় ১০০ চাষির মাঝে এসব পোনা বিতরণ করা হয়েছে।
এ কার্যক্রমে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনজুর আলম, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিমন ও উপজেলা মৎস্য অফিসার আসাদুজ্জামান।
এসময় আলীকদম উপজেলা মসজিদের পুকুরে উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম মাছের পোনা অবমুক্ত করেন।
উপজেলা মৎস্য অফিসার আসাদুজ্জামান জানান, পুকুরের আয়তন হারে উপজেলার প্রায় একশত মাছ চাষি জেলা পরিষদ কর্তৃক প্রদত্ত এ পোনা পেয়েছেন। এতে স্থানীয়ভাবে মাছ উৎপাদন বৃদ্ধি পাবে এবং প্রান্তিক চাষিরা উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।