টি আই, মাহামুদ
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বান্দরবানের আলীকদম উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। পরে আলীকদম বাজারের জনকল্যাণ ডায়াগনস্টিক সেন্টারের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল বশর এবং সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা সরওয়ার জাহান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আনছার আহমদ। এছাড়াও বক্তব্য রাখেন বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আনিসুর রহমান মোহন, ইমরান তালুকদার, বান্দরবান পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশরাফ হোসেন রুবেলসহ আরও অনেকে।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচিতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেন এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণের মাধ্যমে দিনটি স্মরণীয় করে তোলেন।