----
বান্দরবানের আলীকদম উপজেলায় উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে সেনা জোন কাপ ফুটবল প্রতিযোগিতা–২০২৫ এর ফাইনাল খেলা। বান্দরবান রিজিয়নের ব্যবস্থাপনায় এবং দি ম্যাজেস্টিক টাইগার্স আলীকদম সেনানিবাসের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় আলীকদম সদর ইউনিয়ন ও ২নং চৈক্ষ্যং ইউনিয়ন দল।
রোমাঞ্চকর খেলায় চৈক্ষ্যং ইউনিয়ন একটি পেনাল্টির সুযোগ নষ্ট করলে খেলার ভাগ্য নির্ধারণ হয় একমাত্র গোলে। মোঃ জিহাদের অসাধারণ গোলেই আলীকদম সদর ইউনিয়ন ১–০ ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়নের ট্রফি ঘরে তোলে।
খেলায় প্রধান অতিথি ছিলেন ১৬ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লে. কর্ণেল সৈয়দ আতিকুল করিম পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম এবং আলীকদম থানার অফিসার ইনচার্জ মির্জা জহির।
ব্যক্তিগত পুরস্কারেও ছিল সদর ইউনিয়নের আধিপত্য। সেরা খেলোয়াড় নির্বাচিত হন অধিনায়ক মোঃ সোহেল, সেরা গোলদাতা মোঃ জাহিদ এবং সেরা গোলরক্ষক হিসেবে স্বীকৃতি পান মোঃ জিহাদ।
খেলা শেষে প্রধান অতিথি বলেন, পার্বত্যাঞ্চলে শান্তি, শৃঙ্খলা ও অসাম্প্রদায়িক চেতনা বজায় রাখতে ক্রীড়া প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি নিয়মিত এমন আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় আলীকদম উপজেলার চারটি ইউনিয়ন অংশ নেয়। এর মধ্যে আলীকদম সদর ইউনিয়ন ও ২নং চৈক্ষ্যং ইউনিয়ন ফাইনালে পৌঁছায়।