শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন
Notice :
ঢাকাসহ সারা দেশে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ দেবে দৈনিক বাংলার সমাচার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও মনমনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলা ও অঞ্চলে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ চলছে

আলীকদমে ৩৫ বছর ধরে অবহেলিত পাহাড়তলী পাড়া জামে মসজিদ  

সম্পাদক প্রকাশক / ১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

——

টি আই, মাহামুদ

বান্দরবানের আলীকদম উপজেলার ১নং সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ পাহাড়তলী পাড়ার একমাত্র জামে মসজিদটি দীর্ঘ ৩৫ বছর ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। প্রায় ১০০ পরিবারের এবাদতের একমাত্র স্থান এই মসজিদটি মাটির তৈরি হওয়ায় বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজসহ জুম’আর নামাজে শতাধিক মুসল্লি নামাজ আদায় করেন এখানে। কিন্তু অল্প জায়গার কারণে মুসল্লিদের দাঁড়ানোর পর্যাপ্ত স্থানও পাওয়া যায় না। বৃষ্টির সময় চাল বেয়ে পানি গড়িয়ে পড়ে ভেতরে, আর মাটির দেয়াল যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয়রা জানান, ৩৫ বছর আগে আশেপাশে কোনো মসজিদ না থাকায় এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে এই মাটির মসজিদটি নির্মাণ করেন। এর মধ্যে গত ১ সপ্তাহ আগে কুমিল্লার মাওলানা আব্দুর রশিদ সমাজ কল্যাণ সংস্থা ও স্থানীয় মুসল্লিদের সহযোগিতায় কেবল একটি অজুখানা নির্মাণ সম্ভব হয়েছে।

পাহাড়তলী পাড়া জামে মসজিদের সভাপতি আব্দুর রহমান আক্ষেপ করে বলেন, “এলাকার মুসল্লিরা প্রতিদিন ঝুঁকি নিয়ে এখানে নামাজ পড়েন, কিন্তু এত বছরেও মসজিদের সংস্কার বা নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি।”

মুসল্লিরা জানান, দ্রুত একটি পাকা মসজিদ নির্মাণের ব্যবস্থা না হলে ভবিষ্যতে এখানে নামাজ আদায় করা কঠিন হয়ে পড়বে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের বিত্তবানদের সহায়তা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ