টি আই, মাহামুদ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বান্দরবান জেলার আলীকদমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে ১৪ আগষ্ট (বৃহস্পতিবার) বিকেলে আলীকদম বাজারের জনকল্যাণ ডায়াগনস্টিক সেন্টারের সামনে এক জনসভার আয়োজন করা হয়।
আলীকদম উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল মনসুরের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা।
তিনি বলেন, কোনো চোরকে এদেশে আর সুযোগ দেয়া যাবে না। গত ১৭ বছর আপনারা মিলাদ পড়তে পারেন নাই, ঠিকমত নামাজ পড়তে পারেন নাই। বীর বাহাদুর মাঝে মধ্যে আসে চোরের মত, তার বিরুদ্ধে ১২৭৩ কোটি টাকার মামলা হয়েছে তার দোসরদেরকেরও দুদকের মামলায় আনতে হবে।
তিনি বলেন, বিএনপি’কে শক্তিশালী করতে আপনাদের সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন, আপনারাই বিএনপির মূল চাবিকাঠি, আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানকে ক্ষমতায় আনতে হলে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তারেক রহমানের ৩১ দফা বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এবং দলের ভিতরে থেকে চাঁদাবাজি, ডেন্ডারবাজি, কোন অনিয়ম করতে দেওয়া হবে না। বিএনপিতে কোন চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদার ব্যক্তির জায়গা হবে না হুশিয়ারি দেন তিনি।
বক্তারা আরো বলেন, বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দৃঢ় প্রতিজ্ঞ। জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে দলের ভিত্তি আরও সুসংহত হবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান-৩০০ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে তারা জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজাকে দেখতে চান।
জনসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন তুষার, যুগ্ম আহবায়ক আবিদুর রহমান, সদস্য সেলিম রেজা, আলীকদম উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য মাসুক আহমদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জুলফিকার আলী ভুট্টো, সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল হামিদ, সাবেক যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন চেয়ারম্যান, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আরিফ উল্লাহ্ ছুট্টু এবং লামা ও আলীকদম উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।