আলীকদম সেনা জোন (৩১ বীর) কর্তৃক পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে (১৩ আগস্ট) বুধবার, ১১ ঘটিকায় আলীকদম সেনা জোনের বিভিন্ন স্কুল, কলেজ,মাদ্রাসা, এতিমখানার শিক্ষার্থী, গরীব ও দুস্থ পরিবারসহ উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা, আলীকদম মুরুং কমপ্লেক্স ছাত্র-ছাত্রীদের খাবার বিল, চিকিৎসা সহায়তা বাবদ আর্থিক অনুদান, তাৎক্ষণিক অনুদান প্রদানসহ সর্বমোট ২,৮০,০০৪/ (দুই লক্ষ আশি হাজার চার টাকা মাত্র) টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
আলীকদম সেনা জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক অনুদান প্রদান ও উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। সেই সাথে আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতেও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ এবং দূঃস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, জোন কর্তৃক প্রতিমাসে এসকল প্রতিষ্ঠানকে অনুরূপ অনুদান প্রদান করা হয়ে থাকে