লায়ন্স ক্লাব অফ চিটাগাং ক্লাসিকের ২০২৫-২৬ সেবা বর্ষের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ এবং ডিজি টিম সংবর্ধনা অনুষ্ঠান গত ৭ আগস্ট সন্ধ্যায় নগরীর জাকির হোসেন রোডস্থ সিএলএফ ভবনের হালিমা রোকেয়া মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন ২০২৪-২৫ সেবা বর্ষের ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো: লোকমান হোসেন মজুমদার লিটন। দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন ২০২৫-২৬ সেবা বর্ষের নবনির্বাচিত প্রেসিডেন্ট লায়ন সুজিত কুমার নাথ। ক্লাবের ২০২৫-২৬ সেবা বর্ষের নবনির্বাচিত সেক্রেটারি লায়ন নীল রতন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দীন আহমেদ অপু PMJF। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল MJF, সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মো: কামরুজ্জামান লিটন MJF, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন মোহাম্মদ আবু মোরশেদ। উপস্থিত ছিলেন গ্লোবাল অ্যাকশন টিমের জিএসটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন মোর্শেদুল হক চৌধুরী, উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি মো: আমিনুল ইসলাম উপ পুলিশ কমিশনার চট্টগ্রাম। আরও উপস্থিত ছিলেন ক্লাবের গার্ডিয়ান লায়ন ও পরিচালক লায়ন ইমতিয়াজ আহমেদ ইসলাম MJF, রিজিয়ন চেয়ারপার্সন ও লিও ক্লাব এ্যাডভাইজর লায়ন মাসুদ পাটোয়ারী, জোন চেয়ারপার্সন লায়ন শহিদুল ইসলাম টিপু, জোন চেয়ারপার্সন(সাথে ক্লাব) লায়ন নেয়ামত উল্লাহ খান, ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন লায়ন রিটন দাশ, লায়ন মো: ওয়াসিম, ক্লাব ট্রেজারার লায়ন মোহাম্মদ সুমন আহমেদ, লায়ন মিঠুন দেব নাথসহ ডিস্ট্রিক্ট এবং ক্লাবের প্রমুখ লায়ন নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, লায়নিজমের মাধ্যমে নেতৃত্বের গুণাবলি অর্জন এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়ানোর সুযোগ তৈরি হয়। ক্লাবের অতীত ঐতিহ্য ও সুনাম ধরে রেখে আগামীতেও নতুন দায়িত্বশীলগণ নিজ নিজ অবস্থান থেকে মানবসেবায় অগ্রণী ভূমিকা রাখার আশাবাদ এবং সবার সহযোগিতার মাধ্যমে লায়ন্স ক্লাব অব চিটাগং ক্লাসিকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।