বিশিষ্ট কবি,ছড়াকার ও সাহিত্যিক আশীষ খীসা “সোনার চেয়ে দামি”এই মৌলিক গানটির মধ্য দিয়ে বাংলা গানের জগতে একজন গীতিকার হিসেবে আত্মপ্রকাশ করেছেন।
গানটি সুর করেছেন বিশিষ্ট ও খ্যাতনাম সুরকার মোঃ রেজাউল করিম ও কণ্ঠ দিয়েছেন বাংলাদেশ বেতার ও টেলিভিশন এর বিশিষ্ট সংগীত শিল্পী মিনহাজ উদ্দিন। এটি মূলতঃ একটি প্রেমের গান। গানটির কথা যেমনি অসাধারণ তেমনি চমৎকার,অপূর্ব ও মনোমুগ্ধকর গানের সুর ও কণ্ঠ।
যে কোন বিষয় বা সৃষ্টির পেছনে কিছু না কিছু ইতিহাস থাকে।ঠিক তেমনি এই গান লেখার পেছনেও কিছু
ইতিহাস রয়েছে।যার কারণে এটি প্রকাশ না করলে নয়।
বিশিষ্ট কবি, ছড়াকার ও সাহিত্যিক আশীষ খীসা যখন
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখতে পান
কাব্যিক বন্ধু বিশিষ্ট কবি,ছড়াকার,সাহিত্যিক ও গীতিকার এম.ডি জিয়াবুল এর” ব্যথার পাহাড়”গানটি
তখন তাঁর মনে দাগ কাটে।গানটি তাঁর খুব ভালো লাগে। তিনি গানটি বেশ পরপর কয়েকবার মন দিয়ে শুনেন। তখন তিনি ভাবতে লাগলেন এবং তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন তিনিও একটি গান লিখবেন।অতঃপর
তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশন এর বিশিষ্ট সংগীত শিল্পী মিনহাজ উদ্দিন ভাইয়ের সাথে ম্যাসেন্জারে যোগাযোগ করলেন।মিনহাজ ভাইও
আশীষ খীসার ডাকে সাড়া দিলেন।তিনি বললেন গান
পাঠিয়ে দিতে। পরে আশীষ খীসা তাঁর আগের লেখা তিনটি গান পাঠিয়ে দিলেন।মিনহাজ ভাই গানের একটি নমুনা আশীষ খীসাকে পাঠিয়ে দিলেন। এই নমুনা গানটি আশীষ খীসা কিছুক্ষণ পড়ার পর পনেরো মিনিটের মধ্যে প্রকাশিত “সোনার চেয়ে দামি”গানটি পাঠিয়ে দেন।
মিনহাজ উদ্দিন ভাইয়েরও গানের কথা পছন্দ হলো।তখন তিনি বিশিষ্ট সুরকার মোঃ রেজাউল করিম ভাইয়ের সাথে যোগাযোগ করেন।অতঃপর দুজনের
অক্লান্ত পরিশ্রম ও ঐকান্তিক প্রচেষ্টায় গানটিতে সুর ও কণ্ঠ দিয়ে একটি পরিপূর্ণ গান হিসেবে প্রাণের সঞ্চার করলেন।আশা ও বিশ্বাস করি গানটি সবার ভালো লাগবে।আশীষ খীসা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বিশিষ্ট সুরকার মোঃ রেজাউল করিম ও বিশিষ্ট সংগীত শিল্পী মিনহাজ উদ্দিন ভাইকে একটি চমৎকার ও অসাধারণ গান উপহার দেওয়ার জন্য।
আশীষ খীসা একাধারে শিক্ষক,কবি,ছড়াকার,
সাহিত্যিক,গীতিকার,গায়ক,গল্পাকার ও ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর।তিনি কবিতা,ছড়া,গল্প,প্রবন্ধ প্রভৃতি লেখার পাশাপাশি চাকমা ও বাংলা গান প্রতিনিয়ত
লিখেন।ইতিমধ্যে তাঁর রচিত বেশ কয়েকটি চাকমা গানও প্রকাশিত ও প্রচারিত হয়। তাঁর লেখা কয়েকটি বাংলা গান যেমনঃ তোমাকে খুঁজছি কতদিন ধরে,
আমি তো ভালোবাসি তোমাকে, ভালোবাসার ফুলদানিতে, মন নীরবে কাঁদে চোখের আড়ালে,আমার জীবনে কত স্মৃতি যে জমে আছে স্মৃতির পাতায় ও অঙ্কুরহীন স্বপ্ন রোবটের গান হিসেবে Music Vibes BD ও ইউটিউবে প্রকাশিত ও সম্প্রচারিত হয়। যদিও এইসব গানে নির্দিষ্ট কোন সুরকার ও কণ্ঠ শিল্পী নেই। রোবটই নিজে নিজে সুরকার ও কণ্ঠ শিল্পী।এই গানগুলো যদি শুনেন আশা করি সকল দর্শক-শ্রুোতার ভালো লাগবে।