প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১১, ২০২৫, ৯:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৭, ২০২৫, ৩:৩১ পি.এম
সালমান আহমেদের কথায় খুশবুন বিন্দুর নতুন গান

------
রিয়েল তন্ময়
প্রকাশ হয়েছে 'জিন্দা মরিলা শিরোনামে নতুন একটি মিউজিক ভিডিও।সম্প্রতি গানটি খুশবুন বিন্দু ইউটিউব চ্যানেলে থেকে এটি অবমুক্ত করা হয়েছে।
সালমান আহমেদের কথায় গানটি গেয়েছেম খুশবুন বিন্দু, ভিডিওতে শিল্পী মডেল হিসাবে কাজ করেছেন। সুর করেছেন যাযাবর পলাশ ও সঙ্গীত আয়োজন করেছেন সাকিবুল হাসান সুজন। ভিডিও পরিচালনা করেছেন শিমুল চৌধুরী।
কন্ঠশিল্পী খুশবুন বিন্দু বলেন, ‘জিন্দা মরিলা’ শিরোনামে গানটি আধুনিক ফোক ধারার এই গানটি হৃদয়স্পর্শী সালমান আহমেদের কথার সঙ্গে আবেগঘন সুরে পরিণত হয়েছে। আশা করছি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।
এ প্রসঙ্গে গীতিকার সালমান আহমেদ বলেন, 'জিন্দা মরিলা' কথা গুলো বর্তমান সময়ের দর্শকদের কথা মাথায় রেখে লিখেছি।কন্ঠশিল্পী খুশবুন বিন্দু অসাধারণ গায়কিতে গানটি আশা রাখছি, সবার গান-ভিডিও ভালো লাগবে।
নির্মাতা শিমুল চৌধুরী বলেন, ‘জিন্দা মরিলা' গাওয়া গানটি অসাধারণ। মিউজিক ভিডিওতে কন্ঠশিল্পী খুশবুন বিন্দু নিজেই মডেল হিসাবে কাজ করেছেন। এ সময়ের দর্শকদের কথা মাথায় রেখেই গানটি নির্মান কাজ করেছি।
ঘরে বসে আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন 09638-574273 - 01616-885650