প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১১, ২০২৫, ৯:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৫, ২০২৫, ১১:১৫ এ.এম
আলীকদমে বিএনপির উদ্যোগে ফ্যাসিবাদ বিরোধী বিজয় র্যালি ও পথসভা অনুষ্ঠিত
-----
টি আই, মাহামুদ
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বান্দরবানের আলীকদম উপজেলায় ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতনের বিজয় উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য বিজয় র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
৫ আগস্ট (মঙ্গলবার) বিকালে আলীকদম আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে বিজয় র্যালিটি শুরু হয়ে আলীকদম বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নাসির স্টোরের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
র্যালিতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী অংশ নেন। ফ্যাসিস্ট বিরোধী স্লোগানে মুখরিত এই র্যালি ছিলো নজরকাড়া। বিশেষ করে গত ১৫ বছর ধরে নির্যাতিত ও নিপীড়নের শিকার নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ র্যালিকে এক অনন্য মাত্রা দেয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মিটন। তিনি বলেন, “দেশের জনগণ আজ স্বৈরাচার, দুর্নীতি ও দমন-পীড়নের হাত থেকে রক্ষা পেয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি নেতাকর্মীরা রাজপথে আছে এবং থাকবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। তারা গণতন্ত্র পুনরুদ্ধারে দলীয় ঐক্য ও আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
ঘরে বসে আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন 09638-574273 - 01616-885650