দ্যা রেড জুলাই আলীকদম উপজেলা শাখার উদ্যোগে মাইলস্টোন ট্রাজেডি এবং ৩৬ জুলাইয়ের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা, আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে।
আলীকদম আজিজিয়া ফয়জুল উলুম মাদ্রাসায় সংগঠনেরদ্যা সভাপতি আশরাফুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে, সদস্য সচিব আরফাতুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জুলফিকার আলি ভুট্টো, আলীকদম উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোহেল রানা, প্রেস ক্লাব সভাপতি মমতাজ আহমেদ, মুফতি শফিউল আলম, বান্দরবান রেড জুলাই কমিটির সদস্য সচিব মিনহাজ রাজ।
আলীকদম উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জুলফিকার আলী ভুট্টো রাজনৈতিক ব্যাক্তি হিসেবে আলীকদম এর উন্নয়নের জন্য এমন একটা স্বেচ্ছাসেবী সংগঠনকে যতটুকু সাহায্য করার প্রয়োজন ততটুকু করার অঙ্গিকার করেছেন।
কৃষিবিদ সোহেল রানা তার বক্তব্যে বলেন, এরকম সংগঠন আলীকদমে শিক্ষার ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে ব্যাপক উন্নয়নে কাজ করবে এবং প্রশাসনিক ভাবে ওনাদের যতটুকু সহযোগিতা প্রয়োজন করবে এবং আলীকদম এর উন্নয়নে কাজ করবে।
প্রেস ক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বলেছেন, একজন সাংবাদ কর্মী এবং কলম সৈনিক হিসেবে এই সংগঠনের উন্নয়ন মূলক কাজে সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দেবো।
রেড জুলাই এর সদস্য সচিব আরাফাতুল ইসলাম রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় আলীকদমের উন্নয়ন মূলক কাজে সর্বদা এগিয়ে আসবেন এবং সকল রাজনৈতিক দলকে অনুরোধ করেন আলীকদমের উন্নয়ন মূলক এবং জনহিতকর কাজে তাদের পাশে থেকে তাদের অনুপ্রেরণা এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।