প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১১, ২০২৫, ১১:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১১:০৮ এ.এম
নবাগত লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোহাম্মদ শাহনেওয়াজ
লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবাগত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা নাদিম রোববার (২৭ জুলাই) স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা হাসপাতাল সভা কক্ষে লামা উপজেলার স্বাস্থ্য সেবার মান উন্নয়নে গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেন। বেলা ১১টায় শুরু হওয়া সভায় ডাঃ গোলাম মোস্তফা নাদিম লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমানে সার্বিক পরিস্থিতি, জনবল সংকট এবং অন্যান্য সীমাবদ্ধতা নিরসনে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, "লামার স্বাস্থ্য সেবার মানোন্নয়নে সাংবাদিক সমাজের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অত্যন্ত জরুরি। আপনাদের লেখনির মাধ্যমে স্বাস্থ্য খাতের সমস্যা ও সম্ভাবনাগুলো যেমন উঠে আসবে, তেমনি তা সমাধানে আমরা সম্মিলিতভাবে কাজ করার অনুপ্রেরণা পাবো। "সভায় উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সোলেমান সহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন লামা প্রেস ক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামালুদ্দিন, লামা সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, লামা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল আহমদ এবং লামা সাংবাদিক ইউনিটির সভাপতি সুজন চৌধুরী। ডাঃ গোলাম মোস্তফা নাদিম তার বক্তব্যে স্বাস্থ্য সেবার উন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন।
তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান, আপনারা পেশাদারিত্বের সাথে স্বাস্থ্য খাতের বিভিন্ন দিক তুলে ধরে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবেন।
ঘরে বসে আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন 09638-574273 - 01616-885650