প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১১, ২০২৫, ১১:২০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২৫, ৮:৫৬ পি.এম
বীরত্বের সন্ধিক্ষণে শিক্ষিকা মাহরীন
------_--_--
মোঃ সফিউল্লাহ
নিয়ন্ত্রণ হারিয়ে ত্রুটিযুক্ত যুদ্ধবিমান ধ্বংসযজ্ঞে মাইলস্টোনে হানে আঘাত,
কমলমতি শিক্ষার্থী পুড়ে দেহ বিকৃতি
বাঁচার জন্য জীবন যুদ্ধে লড়ে বাজিমাত।
শিক্ষিকা মাহরীন কিভাবে আদরের কমলমতি শিক্ষার্থীদের ফিরাবে মা-বাবার কোলে,
তিনিই তো জ্বলন্ত অগ্নির বিভীষিকায় মৃত্যুর কূলে পড়েছেন ঢলে।
আগুনে দাউ দাউ করে জ্বলছে
মাহরীন উৎসাহ দিচ্ছেন ওহে কমল মতি! তোমারা বেরিয়ে যাও ভয় পেয়ো না আমি আছি তোমাদের সাথে নির্ভয়ে নির্দ্বিধায় বাড়াও চলার গতি।
এভাবে কুড়ি কমলমতি শিক্ষার্থীর বেঁচে যায অবুঝ নিষ্পাপ জান,
কিন্তু তাকে বিসর্জন দিতে হলো নির্মম ভাবে হৃদয়বিদারক জ্যান্ত প্রাণ।
ততক্ষণে অগ্নি দোহে তার ৮০% দেহ পুড়ে ছারখার,
আর তো নেই বেঁচে থাকার কোন কিঞ্চিত আশা জাগিবার ।
তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন কমলমতি শিক্ষার্থী যে তারই সন্তান,
তাদের দুর্যোগে রেখে কিভাবে পালিয়ে যাবেন জীবনের শেষ সন্ধিক্ষণে নাকি রক্ষা করবেন আপন প্রাণ!
তিনি কমল মতি শিক্ষার্থীর জন্য শহীদ হয়েছেন থাকবেন জাতির কাছে চির অমর,
জাতির শ্রেষ্ঠ শিক্ষিকা মাহরীন স্মৃতি নিয়ে ফিরবেন এই দিনে প্রতিবছর।

ঘরে বসে আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন 09638-574273 - 01616-885650