শিরোনাম
মুন্সীগঞ্জে হত্যা মামলায় ৭ আসামির যাবজ্জীবন কারাদন্ড মাধবপুরে ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি ! থানায় অভিযোগ দায়ের আনোয়ারা উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত স্বাস্থ্যসেবা কোথায়?—আলীকদমের জনগণের মৌলিক অধিকার আজ প্রশ্নের মুখে আনোয়ারা উপজেলা ও কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গজারিয়া বসুন্ধরা টিস্যু পেপার মিলে ভয়াবহ অগ্নিকান্ড আলীকদমের দোছড়ি রাইতুমনি পাড়া স্কুলের দুই সহকারী শিক্ষক বিনা ছুটিতে দীর্ঘদিন অনুপস্থিত আলীকদমে বিজিবি’র অভিযানে মালিকবিহীন বার্মিজ গরু আটক আলীকদমের উপজেলার কুরুকপাতা ইউনিয়নের দোছড়িতে বি,ডাব্লিও,ভি এর চাল বিতরণ আলীকদমে বাজার চৌধুরীর অপসারণ ও ময়লা ব্যবস্থাপনায় মানববন্ধন
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৯ পূর্বাহ্ন
Notice :
ঢাকাসহ সারা দেশে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ দেবে দৈনিক বাংলার সমাচার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও মনমনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলা ও অঞ্চলে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ চলছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে নিয়ে এনসিপি নেতার কটুক্তি মূলক বক্তব্য, আলীকদম উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

সম্পাদক প্রকাশক / ১৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
Oplus_131072

“আগে শামীম ওসমান ছিলেন নারায়ণগঞ্জের গডফাদার, এখন শুনি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছেন।” কক্সবাজারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ কে উদ্দেশ্য করে এনসিপি নেতা।

 

বাংলার সমাচার নিউজ ডেস্ক

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদকে নিয়ে ‘কটূক্তিমূলক’ বক্তব্যের প্রতিবাদে বান্দরবানের আলীকদমে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (২০ জুলাই) সকালে আলীকদম আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজার এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির আহ্বায়ক মাশুক আহমদের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বক্তারা জানান, কক্সবাজার পাবলিক লাইব্রেরি মাঠে এনসিপি আয়োজিত সমাবেশে দলটির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারী সালাহ উদ্দিন আহমেদকে ইঙ্গিত করে বলেন, “আগে শামীম ওসমান ছিলেন নারায়ণগঞ্জের গডফাদার, এখন শুনি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছেন।” তিনি আরও অভিযোগ করেন, “ঘের দখল, জমি দখল ও চাঁদাবাজি চলছে, যা কক্সবাজারবাসী মেনে নেবে না।”

এই বক্তব্যকে কেন্দ্র করে কক্সবাজার, পেকুয়া, চকরিয়ার পর আলীকদমেও উত্তেজনা তৈরি হয় এবং বিএনপির নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন।

বক্তারা বলেন, “সালাহ উদ্দিন আহমেদ শুধু চকরিয়া-কক্সবাজার নয়, তিনি দেশের একজন অবিসংবাদিত নেতা। তার বিরুদ্ধে কটুক্তি মানে গোটা বিএনপির কর্মীদের বিরুদ্ধে অপমান।

তারা আরও বলেন, “সালাহ উদ্দিন আহমেদ বিএনপির নেতা মাত্র নন, তিনি জাতীয় সম্পদ। তার বিরুদ্ধে যেকোনো অপপ্রচার রুখে দিতে রাজপথে দাঁড়াতে প্রস্তুত আমরা।”

সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো, যুবদলের আহ্বায়ক ইলিয়াস মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মারুফ উদ্দিন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম, নয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হোসেন ও যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল হোসেন প্রমুখ।

এই পথসভায় নাসির উদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো এবং তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।”

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ