শিরোনাম
মুন্সীগঞ্জে হত্যা মামলায় ৭ আসামির যাবজ্জীবন কারাদন্ড মাধবপুরে ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি ! থানায় অভিযোগ দায়ের আনোয়ারা উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত স্বাস্থ্যসেবা কোথায়?—আলীকদমের জনগণের মৌলিক অধিকার আজ প্রশ্নের মুখে আনোয়ারা উপজেলা ও কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গজারিয়া বসুন্ধরা টিস্যু পেপার মিলে ভয়াবহ অগ্নিকান্ড আলীকদমের দোছড়ি রাইতুমনি পাড়া স্কুলের দুই সহকারী শিক্ষক বিনা ছুটিতে দীর্ঘদিন অনুপস্থিত আলীকদমে বিজিবি’র অভিযানে মালিকবিহীন বার্মিজ গরু আটক আলীকদমের উপজেলার কুরুকপাতা ইউনিয়নের দোছড়িতে বি,ডাব্লিও,ভি এর চাল বিতরণ আলীকদমে বাজার চৌধুরীর অপসারণ ও ময়লা ব্যবস্থাপনায় মানববন্ধন
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৪ পূর্বাহ্ন
Notice :
ঢাকাসহ সারা দেশে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ দেবে দৈনিক বাংলার সমাচার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও মনমনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলা ও অঞ্চলে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ চলছে

XPOSE FITNESS-এর “BEYOND LIMITS AWARD ২০২৫” — মাউন্ট এভারেস্টজয়ী ডা. বাবর আলী-কে সংবর্ধনা

Banglar Shomachar / ১০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

 

চট্টগ্রামের অন্যতম ফিটনেস প্রতিষ্ঠান XPOSE FITNESS-এর আয়োজনে গত ১৮ জুলাই ২০২৫, শুক্রবার, আন্দরকিল্লা ব্রাঞ্চে অনুষ্ঠিত হলো বিশেষ সংবর্ধনা ও অনুপ্রেরণামূলক আয়োজন “BEYOND LIMITS AWARD ২০২৫”।এই আয়োজনে বাংলাদেশের গর্ব, এভারেস্টজয়ী, চিকিৎসক, পরিব্রাজক ও মাউন্টেনিয়ার ডা. বাবর আলী-কে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
“BEYOND LIMITS AWARD” — অর্থাৎ নিজের সীমাকে ছাড়িয়ে যাওয়ার সাহস, মানসিক শক্তি ও অনুপ্রেরণার বার্তা নিয়েই এ আয়োজন।
মূলত ফিটনেস, অনুপ্রেরণা, মাউন্টেনিয়ারিং ও সাহসিকতার গল্পভিত্তিক এই অনুষ্ঠানে ডা. বাবর আলী তাঁর মাউন্ট এভারেস্ট জয়, বাংলাদেশের সর্বোচ্চ পর্বতসমূহে অভিযান এবং বিভিন্ন দুঃসাহসিক অভিজ্ঞতা উপস্থিত অতিথি ও ফিটনেসপ্রেমীদের সামনে উপস্থাপন করেন।কোভিড-১৯ পরবর্তী ২০২০ সালে চট্টগ্রামে প্রথম ব্রাঞ্চের মাধ্যমে যাত্রা শুরু করে এক্সপোজ ফিটনেস।পরবর্তীতে ২০২৪ সালে দ্বিতীয় ব্রাঞ্চ চালু হয়। বর্তমানে প্রথম ব্রাঞ্চ সম্পূর্ণ মহিলাদের জন্য (জামালখান) এবং দ্বিতীয় ব্রাঞ্চে পুরুষ ও মহিলাদের জন্য কম্বাইন্ড (আন্দরকিল্লা) সুযোগ সুবিধা রাখা হয়েছে।মাত্র ৫ বছরের পথচলায়, সরাসরি ও অনলাইন সার্ভিস মিলিয়ে ৫,০০০+ মেম্বারের স্বাস্থ্য উন্নয়নে কাজ করে এক্সপোজ ফিটনেস চট্টগ্রামে ফিটনেস ও সুস্থতার জগতে নিজস্ব অবস্থান তৈরি করেছে।প্রতিষ্ঠানটির লক্ষ্য — সকল বয়সী মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং ফিটনেস ও সুস্থতার বার্তা পৌঁছে দেওয়া।অনুষ্ঠানের শুভ সূচনা বক্তব্য উপস্থাপন করেন অর্ণিকা দাশ এবং পুরো আয়োজনের সঞ্চালনায় ছিলেন এক্সপোজ ফিটনেস – এর অপারেশন হেড পুলক দত্ত।
উপস্থিত ছিলেন — বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হিল্লোল দত্ত (উপদেষ্টা,এক্সপোজ ফিটনেস), চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. নিউটন ঘোষ, লিগ্যাল অ্যাডভাইজার এডভোকেট অনুপ চৌধুরী, এডভোকেট শুভ্র সিংহ, ফিটনেস ও নিউট্রিশন স্পেশালিস্ট রাতুল দত্ত, অবসরপ্রাপ্ত ফরেস্ট অফিসার কাঞ্চন দাশ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক উত্তম কুমার দাশ। এছাড়াও উপস্থিত ছিলেন এক্সপোজ ফিটনেস – এর সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ ও চট্টগ্রামের ফিটনেস ও স্বাস্থ্য সচেতন ব্যক্তিবর্গ।
এক্সপোজ ফিটনেস এই আয়োজনের মাধ্যমে আবারো তার কমিউনিটিকে মনে করিয়ে দিয়েছে — “সীমা ভাঙাই হলো আসল ফিটনেস।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ