শিরোনাম
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন সাংবাদিকরা বান্দরবানের লামা ভ্যালি: কীভাবে যাবেন, কী দেখবেন বাংলা গানের জগতে আশীষ খীসার আত্মপ্রকাশ গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে আলীকদমে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ লায়ন্স ক্লাব অফ চিটাগাং ক্লাসিকের দায়িত্ব হস্তান্তর-গ্রহণ এবং ডিজি টিম সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন  বিজেপি যাদবপুর সাংগঠনিক জেলার ডাকে– কন্যা সুরক্ষা যাত্রা ও সমাবেশ সালমান আহমেদের কথায় খুশবুন বিন্দুর নতুন গান কুড়িগ্রাম-১ আসনে গণসংযোগ চালাচ্ছেন সাবেক ছাত্র নেতা ডাঃ মোঃ মাহফুজার রহমান মারুফ আলীকদমে বিএনপির উদ্যোগে ফ্যাসিবাদ বিরোধী বিজয় র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত মাদকের কুফল ও ক্ষতিকর প্রভাব এবং চিকিৎসা – শাহ জামান ( আলো মাদকাসক্তি পূর্ণবাসন কেন্দ্র) 
সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ১১:২১ অপরাহ্ন
Notice :
ঢাকাসহ সারা দেশে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ দেবে দৈনিক বাংলার সমাচার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও মনমনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলা ও অঞ্চলে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ চলছে

XPOSE FITNESS-এর “BEYOND LIMITS AWARD ২০২৫” — মাউন্ট এভারেস্টজয়ী ডা. বাবর আলী-কে সংবর্ধনা

Banglar Shomachar / ৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

 

চট্টগ্রামের অন্যতম ফিটনেস প্রতিষ্ঠান XPOSE FITNESS-এর আয়োজনে গত ১৮ জুলাই ২০২৫, শুক্রবার, আন্দরকিল্লা ব্রাঞ্চে অনুষ্ঠিত হলো বিশেষ সংবর্ধনা ও অনুপ্রেরণামূলক আয়োজন “BEYOND LIMITS AWARD ২০২৫”।এই আয়োজনে বাংলাদেশের গর্ব, এভারেস্টজয়ী, চিকিৎসক, পরিব্রাজক ও মাউন্টেনিয়ার ডা. বাবর আলী-কে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
“BEYOND LIMITS AWARD” — অর্থাৎ নিজের সীমাকে ছাড়িয়ে যাওয়ার সাহস, মানসিক শক্তি ও অনুপ্রেরণার বার্তা নিয়েই এ আয়োজন।
মূলত ফিটনেস, অনুপ্রেরণা, মাউন্টেনিয়ারিং ও সাহসিকতার গল্পভিত্তিক এই অনুষ্ঠানে ডা. বাবর আলী তাঁর মাউন্ট এভারেস্ট জয়, বাংলাদেশের সর্বোচ্চ পর্বতসমূহে অভিযান এবং বিভিন্ন দুঃসাহসিক অভিজ্ঞতা উপস্থিত অতিথি ও ফিটনেসপ্রেমীদের সামনে উপস্থাপন করেন।কোভিড-১৯ পরবর্তী ২০২০ সালে চট্টগ্রামে প্রথম ব্রাঞ্চের মাধ্যমে যাত্রা শুরু করে এক্সপোজ ফিটনেস।পরবর্তীতে ২০২৪ সালে দ্বিতীয় ব্রাঞ্চ চালু হয়। বর্তমানে প্রথম ব্রাঞ্চ সম্পূর্ণ মহিলাদের জন্য (জামালখান) এবং দ্বিতীয় ব্রাঞ্চে পুরুষ ও মহিলাদের জন্য কম্বাইন্ড (আন্দরকিল্লা) সুযোগ সুবিধা রাখা হয়েছে।মাত্র ৫ বছরের পথচলায়, সরাসরি ও অনলাইন সার্ভিস মিলিয়ে ৫,০০০+ মেম্বারের স্বাস্থ্য উন্নয়নে কাজ করে এক্সপোজ ফিটনেস চট্টগ্রামে ফিটনেস ও সুস্থতার জগতে নিজস্ব অবস্থান তৈরি করেছে।প্রতিষ্ঠানটির লক্ষ্য — সকল বয়সী মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং ফিটনেস ও সুস্থতার বার্তা পৌঁছে দেওয়া।অনুষ্ঠানের শুভ সূচনা বক্তব্য উপস্থাপন করেন অর্ণিকা দাশ এবং পুরো আয়োজনের সঞ্চালনায় ছিলেন এক্সপোজ ফিটনেস – এর অপারেশন হেড পুলক দত্ত।
উপস্থিত ছিলেন — বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হিল্লোল দত্ত (উপদেষ্টা,এক্সপোজ ফিটনেস), চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. নিউটন ঘোষ, লিগ্যাল অ্যাডভাইজার এডভোকেট অনুপ চৌধুরী, এডভোকেট শুভ্র সিংহ, ফিটনেস ও নিউট্রিশন স্পেশালিস্ট রাতুল দত্ত, অবসরপ্রাপ্ত ফরেস্ট অফিসার কাঞ্চন দাশ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক উত্তম কুমার দাশ। এছাড়াও উপস্থিত ছিলেন এক্সপোজ ফিটনেস – এর সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ ও চট্টগ্রামের ফিটনেস ও স্বাস্থ্য সচেতন ব্যক্তিবর্গ।
এক্সপোজ ফিটনেস এই আয়োজনের মাধ্যমে আবারো তার কমিউনিটিকে মনে করিয়ে দিয়েছে — “সীমা ভাঙাই হলো আসল ফিটনেস।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ