শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ১২:০৪ অপরাহ্ন
Notice :
ঢাকাসহ সারা দেশে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ দেবে দৈনিক বাংলার সমাচার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও মনমনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলা ও অঞ্চলে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ চলছে

বিচ্ছেদ

সম্পাদক প্রকাশক / ৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

এম.ডি জিয়াবুল

আজ বিবর্জিত অসুর দুটি লাইন জলাঞ্জলি দ্বিধা রেখা টেনে বিচ্ছেদের ইতি টানবে তা কখনো বুঝতে পারিনি,
পারিনি ভালোবাসার অতৃপ্ত স্বাদের গন্ধ খণ্ডিত হবে-
বাঁধভাঙ্গা অমানবিক কষ্টের চিহ্ন এঁকেই চলে যাবে।

আমার চলমান আশার স্বপ্নভরা দিবানিশি গুলো আজ বড্ড ক্লান্ত, কষ্টের কার্ণিশে বসে রচি বিনিদ্রিত প্রহর,
প্রতিনিয়ত কালো আঁধার এসে ঢেকে দেয় আমার বিস্ময়কর এই কঠিন জীবন।

কালে কালে নিরঞ্জনে ব্যথিত চিরন্তন সত্য, অথচ চোখের কোণে জমে আছে দীর্ঘটি বছর, তবুও কান পেতে শুনি বুকফাটা বিক্ষোভ এর ব্যথা, চোখের জলে নীল দুঃখরা খেলা করে আহত হৃদয়ে অযথা।

এই বিচ্ছেদটি আমায় বদলে দিয়েছে অনেক, ভুলে গেছি আগের মতো প্রাণ খুলে হাসতে,
তোমার গন্ধ মেখে আমি রোজ শূন্য রচনা চাষ করি
শুধু মিথ্যে এই শব্দের পিছনে ছুটছি প্রতিনিয়ত।

মৃত্তিকা-মাটির উপর দিয়ে রিক্ত পথিক আমি-হেঁটে যাচ্ছি নিভৃত অচেনা অজানা অলি-গলিতে রোজ,
মাতাল হাওয়ায় বিব্রত অসুর এর মতো ঘুরে বেড়াচ্ছি দিকবেদিক- মাথায় নিয়ে বিচ্ছেদের সাতকাহন।

আজ বিদায়ের বিরহ ক্ষণে বন্ধ করে দিলে হিসাবের খতিয়ান, কি’বা পেলাম বা কি’বা হারালাম হৃদয়ের
চিত্র ভাসে! যখন কোনো মাধ্যম খুঁজতে শুরু করি
ঠিক তখনই দূরত্বটা এসে ইতি টানে- এটাই কি বিচ্ছেদ.?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ