পেকুয়া(কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের জায়গায় অবৈধভাবে নির্মাণ হওয়া পাকা স্থাপনা অভিযান চালিয়ে গুড়িয়ে দিলো বনবিভাগ। এছাড়া বনভূমি জবরদখল করে পাকা স্থাপনা নির্মাণ করা ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট বন আইনে মামলা দায়ের করা হয়েছে।
(১৮ জুলাই) শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের মৌলভী হাসানের জুম এলাকায় আহমদ শরীফের ছেলে মিজানুর রহমানের নেতৃত্বে সংরক্ষিত বনবিভাগের জায়গা জবরদখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনায় অভিযান পরিচালনা করা হয়। এসময় গুড়িয়ে দেওয়া হয় স্থাপনাটি। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জের আওতাধীন টৈটং বন বিট কর্মকর্তা এহেছানুল হক।
বনবিভাগ স্থানীয় সূত্রে জানায়, বনের জায়গা জবরদখল করে মিজানুর রহমান পাকা স্থাপনা নির্মাণ করছেন খবর পাওয়ার পর গত (১৪জুলাই) বিট কর্মকর্তা এহেছানুল হক তখন অভিযান করে কাজ বন্ধ করে দেন এবং ঘর ভেঙ্গে দেয়। মিজানুর রহমানের বিরুদ্ধে সংশ্লিষ্ট বন আইনে মামলা দায়ের করে। ৩দিন বন্ধ রেখে পুনরায় কাজ শুরু করলে আজ বনবিভাগের বিট কর্মকর্তা এহেছানুল হকের নজরে আসলে আবারো অভিযান করে একেবারে গুড়িয়ে দেন। এসময় বিটের অনন্য কর্মকর্তা স্টাফগণ উপস্থিত ছিলেন।
টৈটং বিট কর্মকর্তা এহেছানুল হক বলেন, বনবিভাগের জায়গায় অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণ, অবৈধ বালি উত্তোলন, গাছ কাটা থেকে সবাইকে বিরতি থাকার আহ্বান করছি এবং এই সব অবৈধ স্থাপনা, বালি উত্তোলন, গাছ কাটার বিরুদ্ধে আমার বিট অফিস জিরো টলারেন্স।