চট্টগ্রাম প্রতিনিধি
ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল চট্টগ্রামের আয়োজনে “Eclampsia Management from ED to ICU and Role of POCUS in Eclampsia Outcome” শীর্ষক একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারটি অনুষ্ঠিত হয় মঙ্গলবার দুপুর ১২:৩০টায়, ল্যাবএইড হাসপাতালের লেভেল-০২-এর মিটিং রুমে। এতে অংশগ্রহণ করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ এবং গাইনী ও অবস্ বিভাগের সম্মানিত বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ।সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন ডা. মহিউদ্দিন মাজেদ চৌধুরী, কনসালটেন্ট, আইসিইউ ও এইচডিইউ, ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল চট্টগ্রাম।
বিশেষজ্ঞ প্যানেলে ছিলেন:
প্রফেসর (ডা.) কে এম বাকী বিল্লাহ, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, আইসিইউ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
ডা. ফাহমিদা ইসলাম চৌধুরী, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, গাইনী ও অবস্ বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
ডা. ফাহমিদা শিরিন পাপড়ি, সহযোগী অধ্যাপক ও ইউনিট প্রধান, গাইনী ও অবস্ বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মোস্তাফা খালেদ আহমেদ, মেডিকেল ডিরেক্টর, ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল চট্টগ্রাম।
মোঃ আলমগীর, চিফ অপারেটিং অফিসার, ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল চট্টগ্রাম সেমিনারের সমাপ্তি বক্তব্য প্রদান করেন এবং মূল বক্তা এবং প্যানেল সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের এই আয়োজন চিকিৎসা বিজ্ঞানে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের একটি কার্যকর মঞ্চ হিসেবে বিবেচিত হয়েছে।