স্বৈরাচার পালিয়েছে জুলাই বিপ্লবে আছে গোপালগঞ্জে গুন্ডা মাস্তান,
এদের জন্য আছে সদা প্রস্তুত জুলাই
বিপ্লবী বীর সন্তান।
গোপালগঞ্জ এদেশেরই মাটি থাকবে
চিরদিন অবিচ্ছেদ্য অংশ ,
এদের কর্মকান্ডে মনে পড়ে এরাই
নিষ্ঠুর স্বৈরাচারীর বংশ।
স্বৈরাচারের দোসর নিঃস্ব হবে এবার
নতুন গোপালগঞ্জ গড়বে,
আবারও এই গোপালগঞ্জে জুলাইয়ের
লক্ষ বিপ্লবী বীর লড়বে।
ছাত্র জনতা সবাই প্রস্তুত গোপালগঞ্জে
লংমার্চ করবে আমরণ,
গোপালগঞ্জ হবে শান্তির নগরী সবাই
থাকবে সদা জাগরণ।