শিরোনাম
সফলভাবে অনুষ্ঠিত হলো পারফেক্ট রেসিপি কনটেস্ট আবার গোপালগঞ্জ যাবো, মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করবো: নাহিদ ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল চট্টগ্রামে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত গোপালগঞ্জ হবে শান্তির নগরী পেকুয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শহীদ ওয়াসিম আকরামের স্মরণ সমাবেশে কোতোয়ালি থানা ছাত্রদলের বিশাল অংশগ্রহণ  আলীকদমে আশংকাজনক হারে বেড়েছে চুরির ঘটনা, বাদ যায়নি ইউপি সদস্যের অফিস ও প্রতিবন্ধীর দোকান জামায়াতের সমাবেশে অংশ নেবে ১০ লাখের বেশি নেতাকর্মী, ১০ হাজার বাস রিজার্ভ সীতাকুণ্ডে ইউনিয়নে চেয়ারম্যান মেম্বার দায়িত্বে নেই,জনগন চরম ভূগান্তিতে, প্রয়োজনীয় ব্যবস্হার দাবীতে এলাকাবাসীর মানববন্ধন উলিপুরে সাবেক মেয়র ও এমপি পুত্রের বিরুদ্ধে মামলা
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন
Notice :
ঢাকাসহ সারা দেশে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ দেবে দৈনিক বাংলার সমাচার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও মনমনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলা ও অঞ্চলে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ চলছে

আলীকদমে আশংকাজনক হারে বেড়েছে চুরির ঘটনা, বাদ যায়নি ইউপি সদস্যের অফিস ও প্রতিবন্ধীর দোকান

সম্পাদক প্রকাশক / ২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

 

তথ্য সংগ্রহের সময় এলাকার দুর্নাম হবে বলে বাঁধা প্রদান করে এক যুবক

– – – – – – – – – –

টি আই,মাহামুদ

বান্দরবানের আলীকদম উপজেলার প্রতিটি এলাকার পাশাপাশি সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ কলারঝিরি এলাকায় আশংকাজনক হারে বেড়েছে চুরি ও মাদকসেবী এবং বিক্রেতার সংখ্যা।

গত কয়েকদিনে আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল সংলগ্ন কয়েকটি দোকান এবং কলারঝিরি এলাকার দোকান ও বসতবাড়িতে চুরি হয়েছে।
প্রায় প্রতি রাতেই দোকান অথবা বসতবাড়িতে সংগঠিত হচ্ছে চুরির ঘটনা। দোকানের বিস্কিট, চানাচুর, নগদ টাকা, সৌরবিদ্যুতের প্যানেল-ব্যাটারী থেকে শুরু করে বাড়ির হাঁস- মুরগী কিছুই বাদ দিচ্ছেনা তারা। তাদের অত্যাচারে দোকান-ই বন্ধ করে দিয়েছেন এক কুলিং কর্ণার ব্যবসায়ী।
গত কয়েকদিন ধরে নিয়মিত চুরির ঘটন ঘটে চলছে আলীকদম সদর ইউনিয়নের ক্যান্টঃ পাবলিক স্কুল ও কলারঝিরি এলাকায়। ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মতিনের অফিসে থাকা একটি টেলিভিশন এবং সোলার প্যানেলও চুরি করে নিয়ে যায় তারা।
এলাকাবাসী জানিয়েছেন, এই এলাকায় থাকা রবি আজিয়াটা কোম্পানির টাওয়ারের নেটওয়ার্ক সাপ্লাই বন্ধ থাকায় সংঘটিত কোন ঘটনা সম্পর্কে প্রশাসনকে তাৎক্ষণিক অবহিত করতে পারছি না।

এবিষয়ে সদ্য চুরি হওয়া ফার্মেসী মালিক শিবু কর্মকার বলেন, আমার দোকানের পেছনের মাটির দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে চোরেরা, দোকানের ক্যাশে থাকা ১৫ হাজার টাকার, কিছু মালামাল ও সোলারের ২টি ব্যাটারি নিয়ে যায়। পার্শ্ববর্তী দোকান থেকে নগদ টাকা, টিভি, সিগারেটসহ অন্যান্য কিছু মালামাল চুরি হয়। দোকান লাগোয়া একটি বাড়ি থেকে হাঁস মুরগী নিয়ে যায়।

শিবু কর্মকার জানান, তারা এলাকায় চিহ্নিত মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, পরবর্তীতে আরো বড় ধরনের ক্ষতির আশংকায় কেউ তাদের বিরুদ্ধে মুখ খোলেনা। তাদের হাত থেকে রেহাই পায়নি বাক-প্রতিবন্ধীর দোকানও, এলাকাবাসী জানিয়েছেন, ওই প্রতিবন্ধীর দোকানে পরপর ৩বার চুরি করে তারা।

৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মতিন বলেন, কলারঝিরি আমার ব্যাক্তিগত অফিস থেকে একটি সিঙ্গার টেলিভিশন ও ২টি সোলার প্যানেল চুরি করেছে তারা।
তিনি আরো জানান, ওই এলাকার চিহ্নিত কিছু উশৃংখল মাদকসেবী যুবক এসব কান্ড ঘটাচ্ছে, এব্যাপারে থানায় এবং আইনশৃঙ্খলা মিটিংয়েও অবহিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ