-----_---_------
আনোয়োরা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী শাহ মোছেন আউলিয়ার মাজার থেকে প্রায় ১০ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে৷এ ঘটনায় থানায় একটি অভিযোগ দিয়েছেন মাজার পরিচালনা কমাটি।
এই রহস্যময় চুরি ঘটনায় ভক্তবৃন্দ ও স্থানীয় জনসাধারণের মাঝে নানা ধরনের প্রশ্ন বিরাজ করছে৷
অভিযোগ সূত্রে জানাযায় গত ৮ জুলাই মঙ্গলবার অনুমানিক ১১টা থেকে ৯ জুলাই বুধবার ভোর পর্যন্ত সাড়ে ৪টা মধ্যবর্তী যে কোন সময় মাজার শরীফ প্রাঙ্গনে স্থিত অফিস কক্ষ হতে অফিসের কক্ষের অভ্যন্তরে রক্ষিত কাঠের তৈরী বাক্সের দুইটি তালাও ভাঙ্গে ভিতরে থাকা নগদ নয় লক্ষ বিরাশি হাজার টাকা কে বা কাহারা চুরি করে নিয়ে যায়।
এই বিষয়ে শাহ মোছেন আউলিয়া মাজারের যুগ্ন মুতাওয়াল্লী এস এম ফজলুল করিম বলেন,'আসলে এগুলা অফিসিয়ালি,এতিমখানার টাকা,খাদেমগনের টাকা,মিলাদুন্নবীর টাকা ছিল৷টাকা চুরির আগের দিন আমরা রাত ১১টা পর্যন্ত মিটিং এ ছিলাম৷তারপর আমি সকালে শুনি তালা ভেঙ্গে টাকা চুরি হয়েগেছে৷'
মাজারের আরেক যুগ্ন মুতাওয়াল্লী এম এম জহিরুল এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন,আমি অসুস্থ আছি এই বিষয়ে যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে যোগাযোগ করেন,আমি কিছু জানি না৷
এবিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, এঘটনায় একটি মামলা হয়েছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে৷
সম্পাদক-প্রকাশক: মোঃ তৌহিদুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ শাহনেওয়াজ। বার্তা সম্পাদক: মোঃ হাসেম।
ঘরে বসে আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন 09638-574273 - 01616-885650