শিরোনাম
সফলভাবে অনুষ্ঠিত হলো পারফেক্ট রেসিপি কনটেস্ট আবার গোপালগঞ্জ যাবো, মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করবো: নাহিদ ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল চট্টগ্রামে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত গোপালগঞ্জ হবে শান্তির নগরী পেকুয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শহীদ ওয়াসিম আকরামের স্মরণ সমাবেশে কোতোয়ালি থানা ছাত্রদলের বিশাল অংশগ্রহণ  আলীকদমে আশংকাজনক হারে বেড়েছে চুরির ঘটনা, বাদ যায়নি ইউপি সদস্যের অফিস ও প্রতিবন্ধীর দোকান জামায়াতের সমাবেশে অংশ নেবে ১০ লাখের বেশি নেতাকর্মী, ১০ হাজার বাস রিজার্ভ সীতাকুণ্ডে ইউনিয়নে চেয়ারম্যান মেম্বার দায়িত্বে নেই,জনগন চরম ভূগান্তিতে, প্রয়োজনীয় ব্যবস্হার দাবীতে এলাকাবাসীর মানববন্ধন উলিপুরে সাবেক মেয়র ও এমপি পুত্রের বিরুদ্ধে মামলা
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ন
Notice :
ঢাকাসহ সারা দেশে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ দেবে দৈনিক বাংলার সমাচার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও মনমনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলা ও অঞ্চলে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ চলছে

বছরের শেষ নাগাদ তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সুখবর: রিজওয়ানা হাসান

সম্পাদক প্রকাশক / ২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

মোঃ মাইনুল ইসলাম
কুড়িগ্রাম প্রতিনিধি

বছরের শেষ নাগাদ তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সুখবর: রিজওয়ানা হাসান বক্তব্য দিচ্ছেন সৈয়দা রিজওয়ানা হাসান
কুড়িগ্রাম: পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এ বছরের শেষ নাগাদ তিস্তা মহাপরিকল্পনা নিয়ে একটি চূড়ান্ত সুখবর দিতে পারব। ইতোমধ্যে মাঠ পর্যায়ের কাজ সম্পন্ন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে কুড়িগ্রামের রাজারহাটে তিস্তার বাম তীর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিস্তা চুক্তির প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ২০১১ সালে সরকারি পর্যায় থেকে তিস্তা চুক্তির ব্যাপারে কাজ শুরু হয়েছিল।

তবে সেই চুক্তিটি এখনও স্বাক্ষর হয়নি। এ নিয়ে কাজ চলমান রয়েছে।
মহাপরিকল্পনা বাস্তবায়ন প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, তিস্তা নদীর গতি-প্রকৃতি অনেকটাই আমাদের নিয়ন্ত্রণে নয়, এটি উজানের দেশের ওপর নির্ভরশীল। তবে তিস্তা যেহেতু আমাদেরও, ভাটির দেশের জনগণ হিসেবে আমাদের এখানকার মানুষেরও একটি অধিকার রয়েছে।

২০১৬ সালে এ বিষয়ে চীনের সঙ্গে একটি স্মারক চুক্তি হয়েছিল, কিন্তু সেটি খুব বেশি দূর এগোয়নি।
সুসংবাদ প্রসঙ্গে তিনি বলেন, আমরা তিস্তা নিয়ে গণশুনানি করেছি। জনগণের মতামত সন্নিবেশিত করে পরিকল্পনা তৈরি করে সরকারের অন্য দুটি পর্যায়ের একটিতে জমা দেওয়া হয়েছে। তারা এখন আরেক পর্যায়ে পাঠাবে। অক্টোবরের দিকে একটি ডিজাইন দেওয়া হবে। এরপর কী পরিমাণ অর্থ লাগবে, কত সময় লাগবে—এসব নিয়ে দুই দেশের মধ্যে দরকষাকষি হবে, আলোচনা হবে। তারপর একটি চুক্তি করা সম্ভব হতে পারে বলে আমরা আশা করছি।

তিস্তা তীরবর্তী বাসিন্দাদের স্থায়ী বাঁধ নির্মাণের দাবির পরিপ্রেক্ষিতে রিজওয়ানা হাসান বলেন, আমাদের দেড় বছরের সরকারের কাছে যদি এত কিছু চান, তাহলে কীভাবে হবে! স্থায়ী বাঁধ হলেও শেষ করতে তিন থেকে পাঁচ বছর সময় লাগবে। আপাতত বিপদ কাটাতে আমরা চলমান প্রকল্প হাতে নিয়েছি এবং প্রতিটি পর্যায়ে স্থানীয় মানুষদের সম্পৃক্ত করছি, যাতে কোনো অনিয়ম না হয় এবং কাজটি সঠিকভাবে হয়।

উপদেষ্টার তিস্তা তীর পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা, পুলিশ সুপার (এসপি) মাহফুজুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্ব শেষে উপদেষ্টা রিজওয়ানা হাসান চৌধুরী সড়কপথে কুড়িগ্রাম ত্যাগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ