মোঃ শফিউল্লাহ
ইসলাম একমাত্র শান্তির ধর্ম
চাইনা তো কোন লোমহর্ষক হত্যাকান্ড,
তবে কেন ইসলামী দেশে এত
বর্বরতা!
আদিম মানুষ না খেয়ে তো
দেখাইনি এত নিষ্ঠুরতা!
ইসলাম দিয়েছে বেঁচে থাকার অধিকার
কার এত স্পর্ধা পাথর মেরে হত্যা নির্বিচার?
জাহিলি যুগে দৃষ্টান্ত নাই তো
চাঁদার জন্য বিশাল পাথর মেরে মানুষ হত্যার বিভীষিকার।
সোহাগ বেঁচে থাকতে চেয়েছিল
ব্যবসা বাণিজ্য করে,
কেননা,আল্লাহ ব্যবসা হালাল করেছেন
সেই পথেই চলছে সে —-
বেঁচে থাকার জীবন যুদ্ধে লড়ে।
এতো নির্দয় পাষণ্ড হৃদয় জন্মেছে
আমার দেশে!
আমি লজ্জিত বিস্মিত নিষ্পেষিত
আমি মুসলিম বলে,
কে নিবে এই হত্যার দায়ভার?
মুসলমান জাতির পদস্খলন
ধিক্কার জানাই এ হত্যাকাণ্ডের
শিরা উপ শিরায় রক্তের এত খুদা!
বরণ করিতে হলো তাকে মৃত্যুর সুধা
চাঁদাবাজি তার সমাধান!
ইসলাম চাঁদাবাজের মধ্যে
এটাই তো বিশাল ব্যবধান!
ফরিয়াদ, সকল দল মত নির্বিশেষে
মিটফোর্ডের এ হত্যাকান্ডের বিচার
নিষ্পত্তি করবে দ্রুত অবশেষে।