এস.এফ.এম. মোস্তাঈন বিল্লাহ
বান্দরবানের আলীকদম উপজেলার বাজার পাড়া ইউনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অধীনে মহিলা জামায়াতের নতুন ইউনিট গঠন করা হয়েছে।
সম্প্রতি আয়োজিত এই গঠনসভায় স্থানীয় নেত্রীদের উপস্থিতিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আবুজার গিফারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ফারুক আহমদ। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলার কর্ম পরিষদ সদস্যা সাবেকুন্নাহার শারমিন।
এছাড়াও উপস্থিত ছিলেন আলীকদম সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাহমুদুল হক ও সেক্রেটারি মোহাম্মদ আবু সিদ্দিক।
নতুন গঠিত মহিলা ইউনিটের নেতৃত্বে নির্বাচিত হন—
সভাপতি: হুসনিয়ারা বেগম
সহ-সভাপতি: রাশেদা বেগম ও কামরুন্নাহার
সেক্রেটারি: লায়লা বেগম
সহ-সেক্রেটারি: ইয়াসমিন আক্তার
অর্থ সম্পাদক: নুরী জান্নাত
সহ-অর্থ সম্পাদক: জোসনা বেগম
দপ্তর সম্পাদক: তিহান জান্নাত
প্রচার সম্পাদক: সাকেরা বেগম, ও মর্তুজা বেগম
বক্তারা সমাজে নৈতিকতা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় নারীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে, নবগঠিত মহিলা ইউনিটকে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
সম্পাদক-প্রকাশক: মোঃ তৌহিদুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ শাহনেওয়াজ। বার্তা সম্পাদক: মোঃ হাসেম।
ঘরে বসে আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন 09638-574273 - 01616-885650