মফিজুর রহমান, পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
চট্টগ্রাম শহরের পতেঙ্গা থানার স্টীলমিল খালপার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুহাম্মদ বাবুল (৩৫) নামে এক টমটম চালকের মৃত্যু হয়েছে। নিহত বাবুল কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামা বাজার পাড়ার বাসিন্দা। তিনি মোকতার আহমদের ছেলে এবং তিন সন্তানের জনক।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ৬টার দিকে। পরে দুপুর ১টার দিকে নিহতের মরদেহ পেকুয়ায় নিজ বাড়িতে আনা হয়। বাবুলের মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম।
স্থানীয় সূত্রে জানা যায়, বাবুল জীবিকার তাগিদে প্রায় ৪–৫ মাস আগে পরিবারসহ চট্টগ্রামে চলে যান। পতেঙ্গা থানার খালপার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশা (টমটম) চালক ছিলেন। প্রতিদিনের মতো বুধবার রাতে নিজের অটোরিকশাটি একটি গ্যারেজে চার্জে রেখে আসেন। বৃহস্পতিবার সকালে গ্যারেজ থেকে গাড়িটি বের করতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী হামিদা বেগম এখন সন্তানদের নিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। বাবুল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
বাঘগুজারা বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি আবু তাহের বলেন, বাবুল খুব পরিশ্রমী মানুষ ছিলেন। জীবিকার তাগিদে চট্টগ্রামে গিয়ে টমটম চালিয়ে সংসার চালাতেন। তার মৃত্যুতে পরিবারটি বিপর্যস্ত হয়ে পড়েছে। বাবুলের মৃত্যু শুধু তার পরিবারের নয়, এলাকার জন্যও এক হৃদয়বিদারক ঘটনা।