শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ১১:২৩ অপরাহ্ন
Notice :
ঢাকাসহ সারা দেশে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ দেবে দৈনিক বাংলার সমাচার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও মনমনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলা ও অঞ্চলে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ চলছে

জামায়াতে ইসলামী বাংলাদেশ যুব বিভাগের নেতৃত্বে আলীকদমে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন

সম্পাদক প্রকাশক / ১১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫

টি আই, মাহামুদ

 

গাছ লাগাবো, গাছ বাঁচাবো
আমার সবুজ প্রাণ
সবুজ সতেজ করবো এদেশ
খোদার সেরা দান”

এই প্রতিপাদ্যে বান্দরবানের আলীকদম উপজেলায় পরিবেশ সচেতনতা ও সবুজ বাংলাদেশের প্রত্যয় নিয়ে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ যুব বিভাগ আলীকদম উপজেলা শাখার নেতৃবৃন্দ।

২৮ জুন (শনিবার) বিকাল ৪টায় উপজেলার সেনা জোন সংলগ্ন মাতামুহুরী ব্রীজ পেরিয়ে আলীকদম পোয়ামুহুরী সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ আলীকদম উপজেলা শাখার সভাপতি নুরুল ইসলাম রাজুর সভাপতিত্বে, সংগঠনের সাধারণ সেক্রেটারি আমজাদ সাদেকীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মাসুক এলাহি।

বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠানে অতিথিরা বলেন, “পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়তে বৃক্ষরোপণ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-ও গাছ লাগাতে উৎসাহ দিয়েছেন।”

 

এই কর্মসূচির আওতায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সামনে, রাস্তাঘাটের পাশে এবং বসতবাড়ির আশেপাশে বিভিন্ন জাতের বৃক্ষ রোপণ করা হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বান্দরবান পার্বত্য জেলা সভাপতি  কলিম উল্লাহ।

জনাব মুরাদুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী  ০৩নং নয়াপাড়া ইউনিয়ন। মাওলানা মোঃ ছলিম উল্লাহ, ইমাম নয়াপাড়া ইউনিয়ন পরিষদ মসজিদ।

 

সাধারণ জনগণও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং অনেকেই স্বেচ্ছায় অংশগ্রহণ করেছেন।

স্থানীয় পর্যায়ে এ ধরণের উদ্যোগ পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এসময় পথচারীদের মাঝে শতাধিক বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ