শিরোনাম
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন সাংবাদিকরা বান্দরবানের লামা ভ্যালি: কীভাবে যাবেন, কী দেখবেন বাংলা গানের জগতে আশীষ খীসার আত্মপ্রকাশ গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে আলীকদমে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ লায়ন্স ক্লাব অফ চিটাগাং ক্লাসিকের দায়িত্ব হস্তান্তর-গ্রহণ এবং ডিজি টিম সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন  বিজেপি যাদবপুর সাংগঠনিক জেলার ডাকে– কন্যা সুরক্ষা যাত্রা ও সমাবেশ সালমান আহমেদের কথায় খুশবুন বিন্দুর নতুন গান কুড়িগ্রাম-১ আসনে গণসংযোগ চালাচ্ছেন সাবেক ছাত্র নেতা ডাঃ মোঃ মাহফুজার রহমান মারুফ আলীকদমে বিএনপির উদ্যোগে ফ্যাসিবাদ বিরোধী বিজয় র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত মাদকের কুফল ও ক্ষতিকর প্রভাব এবং চিকিৎসা – শাহ জামান ( আলো মাদকাসক্তি পূর্ণবাসন কেন্দ্র) 
সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ১১:২১ অপরাহ্ন
Notice :
ঢাকাসহ সারা দেশে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ দেবে দৈনিক বাংলার সমাচার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও মনমনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলা ও অঞ্চলে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ চলছে

স্বৈরশাসক আ: লীগ ফ্যাসিবাদের বরপুত্র জহুরুল ইসলামের খুঁটির জোর কোথায়?

সম্পাদক প্রকাশক / ৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫

ফ্যাসিবাদের দোসর রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম এখনও বহাল তবিয়তে!

 

পাভেল ইসলাম মিমুল

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে(এলজিইডি)রাজশাহী স্বৈরশাসকের আস্থাভাজন রাজশাহী (এলজিইডির) নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম এখনও লোভনীয় পদে বসে আছেন,তার খুঁটির জোর কোথায়?।

গত ৫ই আগস্ট এর পর তিনি বিগত আওয়ামী সরকারের আরেক দোসর প্রধান প্রকৌশলী গোপালকৃষ্ণ দেবনাথ গোপালগঞ্জ বাড়ি তার সুপারিশে মোটা অঙ্কের উৎকোচের বিনিময়ে পদ বাগিয়ে নিয়েছেন দাপুটেএ প্রকৌশলী।

সেই ক্ষেত্রে নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলামের,নাম উল্লেখযোগ্য।সে জয় বাংলার শ্লোগানে বিশ্বাসী হলেও বর্তমান খোলস পাল্টিয়ে ফেলেছেন।

সূত্র জানায়,ফ্যাসিবাদের দােসর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে।প্রকল্প থেকে মোটা অঙ্কের অর্থ লুটের টাকায় সব ম্যানেজ করে ফেলেছেন বলে সূত্র জানায়।

ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগ করে পলায়নের পর দেশের অন্য সব সরকারি দপ্তর,অধিদপ্তরের ন্যায় এলজিইডিতেও চলছে চরম বিশৃঙ্খলা। এর নেপথ্যে কাজ করছেন শেখ হাসিনার মদদপুষ্টরা।শেখ হাসিনার পতনের দশ মাসেও তার বিরুদ্ধে দৃশ্যমান কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

রাজশাহীতে বদলি হয়ে আসার পর তিনি বিভিন্ন অনিয়ম দুর্নীতি স্বেচ্ছাচারিতা নিয়ে তৎপর হয়ে ওঠেন।আ.লীগ পন্থি ঠিকাদারদের সুবিধা দিয়ে যাচ্ছেন রাতের অন্ধকারে গোপনে তাদের সাথে বৈঠক মিটিং করছেন এবং বড় বড় কাজগুলি তাদের নামে চুক্তি করছেন অনিয়মের মাধ্যমে।

গত( ২৯ এপ্রিল ২০২৫)রোজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত রাজশাহীর এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে ঝটিকা অভিযান চালায় দুদকের একটি টিম।দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন অভিযান শেষে বলেন, আমাদের কাছে অভিযোগ ছিল ঠিকাদারদের বিল প্রদানের ক্ষেত্রে এক্সট্রা কমিশন অর্থাৎ ঘুষ নেওয়া হচ্ছে। আমরা অফিসে নথিপত্র যাচাই করলাম, ঘুষের বিষয়ে তাৎক্ষণিক প্রমাণ পেয়েছি। তবে প্রকল্প সংশ্লিষ্ট ঠিকাদার কাজ পেলেও অন্য লোক কাজ করছে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই এ অনিয়ম হচ্ছে।

তিনি আরও বলেন, প্রচলিত আইন অনুযায়ী একটা কাজ যে ঠিকাদার পাবেন তারই দায়িত্ব কাজটা শেষ করা। কিন্তু চুক্তিবদ্ধ ঠিকাদার কাজ না করে যখন তৃতীয় বা চতুর্থ ব্যক্তি দিয়ে করাচ্ছেন সেটা তো অনিয়ম। কাজ হস্তান্তরটা অপরাধের মধ্যেই পড়ে।

রাজশাহী এলজিডি নির্বাহী প্রকৌশলী এখনো বহাল তবিয়তে নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম শত দুর্নীতির পরও এখনো দায়িত্ব পালন করছেন রাজশাহী ঠিকাদারদের অভিযোগ এবং দুর্নীতি দমনের অভিযানের পরও কিভাবে দায়িত্ব পালন করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই তাহলে কি তার আওয়ামী লীগের শিকড় এখনো দেশের ভিতরে অবস্থান করছে।

এ ব্যাপারে তারা এলজিইডির প্রধান প্রকৌশলী, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সচিবের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে রাজশাহী এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি প্রতিবেদকের ওপর চড়াও হয়ে উঠেন এবং এ ব্যাপারে আমি কোন বক্তব্য দিবোনা বলে ফোন কেটে দেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ