শিরোনাম
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন সাংবাদিকরা বান্দরবানের লামা ভ্যালি: কীভাবে যাবেন, কী দেখবেন বাংলা গানের জগতে আশীষ খীসার আত্মপ্রকাশ গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে আলীকদমে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ লায়ন্স ক্লাব অফ চিটাগাং ক্লাসিকের দায়িত্ব হস্তান্তর-গ্রহণ এবং ডিজি টিম সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন  বিজেপি যাদবপুর সাংগঠনিক জেলার ডাকে– কন্যা সুরক্ষা যাত্রা ও সমাবেশ সালমান আহমেদের কথায় খুশবুন বিন্দুর নতুন গান কুড়িগ্রাম-১ আসনে গণসংযোগ চালাচ্ছেন সাবেক ছাত্র নেতা ডাঃ মোঃ মাহফুজার রহমান মারুফ আলীকদমে বিএনপির উদ্যোগে ফ্যাসিবাদ বিরোধী বিজয় র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত মাদকের কুফল ও ক্ষতিকর প্রভাব এবং চিকিৎসা – শাহ জামান ( আলো মাদকাসক্তি পূর্ণবাসন কেন্দ্র) 
সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ১১:২১ অপরাহ্ন
Notice :
ঢাকাসহ সারা দেশে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ দেবে দৈনিক বাংলার সমাচার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও মনমনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলা ও অঞ্চলে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ চলছে

সহযোগী সদস্য সম্মেলনে জেলা জামায়াতে আমীর আনোয়ারুল আলম “পটিয়া হবে সুখী ,সুন্দর, উন্নত ,সমৃদ্ধ জনপদ”

বার্তা সম্পাদক / ৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫

 

প্রদীপ্ত চক্রবর্তী

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম জেলা দক্ষিণের আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, আগামী দিনের পটিয়া হবে সুখী ,সুন্দর, উন্নত ,সমৃদ্ধ জনপদ । “ আর এই লক্ষ্য বাস্তবায়নে আমাদের সকলের সম্মিলিত উদ্যোগ ও ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য।

পটিয়া পৌরসদরের একটি কমিউনিটি সেন্টারে ১০ই জুন মঙ্গলবার উপজেলা জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “২০২৪ সালের ৫ আগষ্ট অনেক ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে আমরা পেয়েছি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ। শহীদদের রক্ত যেন বৃথা না যায়, সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে।”

বিগত তিনটি জাতীয় নির্বাচনে সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। জনগণ এখন সুষ্ঠ নির্বাচনের জন্য উন্মুখ। জামায়াতে ইসলামী সেই ন্যায়ের সংগ্রামে সোচ্চার ভূমিকা পালন করে যাচ্ছে।”

নির্বাচন নিয়ে তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে কালো টাকা ও পেশিশক্তির প্রভাব থাকবে না এটা আমাদের প্রত্যাশা। একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন পূর্বেই সমতল মাঠ তৈরি করতে হবে, যাতে সব পক্ষ সমান সুযোগ পায়।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর জসিম উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি আনোয়ার হোসেন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া আসনে জামায়াতের প্রার্থী ডা. ফরিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুয়েটের অধ্যাপক ড. ফখরুল ইসলাম,দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মো. নুরুল্লাহ,শিক্ষা সম্পাদক ইসমাঈল হক্কানী,একর্ড হোল্ডিংয়ের চেয়ারম্যান শাহজাহান মহিউদ্দীন,মহানগরী ব্যাংকার্স থানার নায়েবে আমীর আকতার হোসেন,আহমেদুর রহমান,কালারপোল থানা আমীর মাষ্টার মো. নাছির,উপজেলার নায়েবে আমীর সাদেক হোসেন ও হাসমত আলী।

অনুষ্ঠানে নেতৃবৃন্দের বক্তব্যে ফুটে উঠে একটি নতুন, ন্যায়ভিত্তিক ও উন্নয়নমুখী সমাজ গঠনের প্রত্যয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ