শিরোনাম
💔 “তুমি আমার নও আর—তবুও ভালোবাসি ফুয়াদ” মাধবপুরে আ.লীগ নেতা গ্রেফতার বাংলাদেশ জাতীয় আর্চারি লিগে রাহিম হোসেন চৌধুরী ও ইয়াসিনের ব্রোঞ্জ জয় গজারিয়ায় অগ্নিকাণ্ডে দাসকান্দি বাজারের ৮টি দোকান পুড়ে ছাই বান্দরবানে বিএনপির প্রার্থী ঘোষণার পরও কোন্দল থামেনি! – আলাদা দলীয় কর্মসূচিতে জনমনে প্রশ্ন আনোয়ারা ব্যাটারি চুরি নিয়ে দ্বন্দ্ব, হাতুড়ি দিয়ে আঘাত যুবক নিহত ‎দিনাজপুরে বিএনপির প্রার্থীতা প্রত্যাহারের দাবিতে কাফন মিছিল আলীকদমে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন বদলগাছীতে শিক্ষার্থীদের তাড়া খেয়ে নদী সাঁতারিয়ে পালালেন সাবেক প্রধান শিক্ষক! মাটিরাঙ্গা পৌর মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ন
Notice :
ঢাকাসহ সারা দেশে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ দেবে দৈনিক বাংলার সমাচার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও মনমনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলা ও অঞ্চলে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ চলছে

অজ্ঞান পার্টির ১১ সদস্যকে রংপুর থেকে আটক করেছে র‍্যাব-১৩

সম্পাদক প্রকাশক / ১৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫

রিয়াজুল হক সাগর, রংপুর

শুক্রবার দুপুর ১২ টায় রংপুর র‍্যাব ১৩ এর অফিস কার্যালয় এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে লেঃ কর্নেল মোহাঃ জয়নুল আবেদীন, পিএসসি, আর্টিলারি অধিনায়ক র‍্যাব-১৩ তথ্য নিশ্চিত করেন।

ঈদ উল আয্হা উপলক্ষে বিভিন্ন আজ্ঞান পার্টির সদস্যরা সারা দেশে পশুহাটের গরু ব্যবসায়ীদের চেতনানাশক ঘুমের ঔষধ এবং চেনাতনাশক ঔষধ দিয়ে হালুয়া তৈরি করে খাইয়ে অজ্ঞান করে গরু ব্যাবসায়ীদের নিকট থেকে বিপুল পরিমান টাকা লুঠপাটসহ বিভিন্ন ধরনের অপকর্ম করে সর্বশান্ত করে। এই অজ্ঞান পার্টি আসন্ন ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ এর বিশেষ অভিযানে ৩০ মে সকাল আনুমানিক ৫ ঘটিকায় রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন ঘোটেল এম রহমান, মোটেল জামাল এবং হোটেল সানমুন থেকে আন্তঃ জেলা অজ্ঞান পার্টির মূলহোতা সহ ১১ জন সক্রিয় সদসাকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে চেতনানাশক ডরমুক্যাল ট্যাবলেট১১ পাতা,চেতনানাশক এমিলিম ট্যাবলেট ৫ পাতা, চেতনানাশক মাইলাম ট্যাবলেট ১১পাতা, চেতনা নাশক রিভোটিল ৪পাতা,ডিসোপ্যান ২পাতা।

গ্রেফতারকৃত আসামী হলেন, ইমরান খান (৩৫), পিতা-মৃত দলিল উদ্দিন খান, সাং-পাড়া গ্রাম, থানা-আলফাডাঙ্গা, জেলা-ফরিদপুর,, আব্দুল সাদেক সেখ (২৫), পিতা-আব্দুল জলিল শেখ সাং-পূর্ব বাগমুলী, থানা-পাংশা, জেলা রাজবাড়ী,আঃ লতিফ (৫৬), পিতা-মৃত মোসলেম উদ্দিন, সাং-আযাইল শিমুল, যান্য ঘাটাইল, জেলা-টাঙ্গাইল, মোঃ খসরু আহমেদ (৪৬), পিতা-মৃত হাফেজ লোকমান হোসেন, সাং-বারপুর থানা এনায়েতপুর, জেলা-সিরাজগঞ্জ, মোঃ জয়নাল আবেদীন (৪৫), পিতা-মৃত নানু, সাং-উত্তর যাগোয়া থানা- গাইবান্ধা সদর জেলা-গাইবান্ধা, মোঃ মহিবুল (৩৫), পিতা-মৃত মোসলেম আলী, সাং-চরবিশ্বনায়, থানা-সিরাজদিখান, জেলা-মুন্সিগঞ্জ, মোঃ আঃ সালাম (৪০), পিতা-মৃত বাহাদুর শেষ, সাং-সমেতপুর, থানা-দৌলতপুর, জেলা মানিকগঞ্জ, মোঃ চাঁন শরীফ ব্যাপারী (৬২), পিতা-মৃত উজির আলী, সাং-পুররা, থানা-টঙ্গীবাড়ী, জেলা-মুন্সিগঞ্জ, মোঃ রিপন (৫৫), পিতা-নূরুল ইসলাম, সাং-কামারখোলা, থানা-শ্রীনগর, জেলা-মুন্সিগঞ্জ, মোঃ আজাহার উদ্দিন (৬২), পিতা-মৃত কলিম উদ্দিন, সাং-মাসির পাড়া যানা-বকশীগঞ্জ, জেলা জামালপুর এবং, রেজাউল ইসলাম (৫৫), পিতা-মৃত আহমদ আলী, সাং-হরিপুর নদীরকুল ফুলতলা, ঘানা-কুষ্টিয়া সদর, জেলা-কুষ্টিয়া। এদের প্রত্যেকের নামে আন্তঃ জেলা অজ্ঞান পার্টি হিসেবে বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ