শিরোনাম
💔 “তুমি আমার নও আর—তবুও ভালোবাসি ফুয়াদ” মাধবপুরে আ.লীগ নেতা গ্রেফতার বাংলাদেশ জাতীয় আর্চারি লিগে রাহিম হোসেন চৌধুরী ও ইয়াসিনের ব্রোঞ্জ জয় গজারিয়ায় অগ্নিকাণ্ডে দাসকান্দি বাজারের ৮টি দোকান পুড়ে ছাই বান্দরবানে বিএনপির প্রার্থী ঘোষণার পরও কোন্দল থামেনি! – আলাদা দলীয় কর্মসূচিতে জনমনে প্রশ্ন আনোয়ারা ব্যাটারি চুরি নিয়ে দ্বন্দ্ব, হাতুড়ি দিয়ে আঘাত যুবক নিহত ‎দিনাজপুরে বিএনপির প্রার্থীতা প্রত্যাহারের দাবিতে কাফন মিছিল আলীকদমে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন বদলগাছীতে শিক্ষার্থীদের তাড়া খেয়ে নদী সাঁতারিয়ে পালালেন সাবেক প্রধান শিক্ষক! মাটিরাঙ্গা পৌর মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন
Notice :
ঢাকাসহ সারা দেশে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ দেবে দৈনিক বাংলার সমাচার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও মনমনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলা ও অঞ্চলে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ চলছে

হারাগাছ থানায় টাকা দিয়ে ছাড়া পেল মাদক কারবারি, দুই পুলিশ প্রত্যাহার

সম্পাদক প্রকাশক / ১০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

রিয়াজুল হক সাগর, রংপুর

রংপুরের কাউনিয়া উপজেলায় মাদকসহ এক ব্যবসায়ীকে আটকের পর টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে হারাগাছ থানা পুলিশের এক এএসআই ও এক কনস্টেবলের বিরুদ্ধে। ২৫ মে রবিবার রাতে উপজেলার হারাগাছ পৌর শহরের পশ্চিম পোদ্দারপাড়া বাঁধের পাড় এলাকায় আটকের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে ওই মাদক ব্যবসায়ীকে দেওয়া হয়।

এ ঘটনায় ২৬ মে সোমবার এএসআই ও কনস্টেবল দুই পুলিশ সদস্যকে থানা থেকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

এ বিয়য়ে জানতে চাইলে রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম সোহেল এ ব্যাপারে কথা বলতে পারবেন বলে জানিয়ে ডিসি ক্রাইমের সঙ্গে কথা বলতে বলেন।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন, এএসআই (নিরস্ত্র) রনি মিয়া পিপিএম. বিপি নং ৯৭১৬১৮৯৮৫১ এবং কনস্টেবল তরিকুল ইসলাম বিপি নং ৮২০৬১০৭৮১৮।

থানা পুলিশের একটি সুত্র জানায়, ২৫ মে রবিবার সন্ধার দিকে থানার ওসি ও ডিউটি অফিসারকে অবগত না করে হারাগাছ থানার এএসআই রনি মিয়া ও কনস্টেবল তরিকুল ইসলাম দুইজন মোটরসাইকেলে করে ব্যারাক থেকে বের হয়। সন্ধা সাড়ে ৭টার দিকে তারা দুইজন হারাগাছ পৌর শহরের পশ্চিম পোদ্দারপাড়া বাঁধের পাড় এলাকায় আবুল কালাম নামে এক মাদক কারবারীকে ৯ বোতল ফেনসিডিল সহ আটক করে। পরে বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিকে) অবগত না করে সাড়ে ১৩ হাজার টাকার বিনিময়ে মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেয় এএসআই রনি ও কনস্টেবল তরিকুল। বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানতে পেরে রাতেই বিষয়টি রংপুর মেট্টোপলিটন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেন। এ ঘটনায় থানায় জিডি হয়েছে। খবর পেয়ে রংপুর মেট্টোপলিটন ডিসি ক্রাইম আহমেদ মারুফ রাতেই হারাগাছ থানায় এসে ঘটনার সত্যতা পাওয়ার পর এএসআই রনি মিয়া ও কনস্টেবল তরিকুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো নির্দেশ দেন।

এ ব্যাপারে এএসআই রনি মিয়া বলেন, মাদক কারবারীকে ছেড়ে দেওয়া হয় নাই। পুলিশ দেখে পালিয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে ওসি স্যারকে অবগত করা হয়নি। থানায় ফিরে গিয়ে বিষয়টি ওসি স্যারকে অবগত করবেন। কিন্তু তার আগেই ওসি স্যার জানতে পেরেছেন।

দুপুরে সোয়া ১টার দিকে এ বিষয়ে জানতে চাইলে রংপুর মেট্টোপলিটন ডিসি ক্রাইম আহমেদ মিটিংয়ে আছেন পরে কথা বলনে বলে ফোন কেটে দেন। পরে তাঁকে কয়েকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ

তবে রংপুর রংপুর মেট্টোপলিটন উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) অতিরিক্ত দায়িত্বে উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি), উপ-পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস মো: হাবিবুর রহমান বলেন, সাত কিংবা নয় বোতল ফেনসিডিল উদ্ধার করে সাড়ে ১৩ হাজার টাকার বিনিময়ে মাদক কারবারীকে ছেড়ে দেওয়ার ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় সোমবার সকালে হারাগাছ থানার এএসআই রনি মিয়া ও কনস্টেবল তরিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। তাদের দুইজনকে সাসপেন্ড করা সহ বিভাগীয় ব্যবস্থার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ