আহসান হাবীব
নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, মাহবুবুল হক চৌধুরীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার বন্ধের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
রবিবার বিকাল ৪ টায় চরমহিউদ্দিন বাজার এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মাহবুবুল হক চৌধুরী বলেন, আমি সুনামের সহিত চরজুবিলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চরমহিউদ্দিন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতির দ্বায়িত্ব পালন করে আসছি, বিএনপির রাজনীতি করতে গিয়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের রোষানলে পড়েছি বহুবার, বিভিন্ন সময়ে আমার বাড়ি ঘরে হামলা হয়েছে, ঠিকমত ঘরে ঘুমাতে পারিনি, কাশিমপুর কারাগারসহ বিভিন্ন কারাগারে জেল খেঠেছি একাধিক বার, এখনো ২৭ টি মামলার হাজিরা দিচ্ছি।
সম্প্রতি আমাকে রাজনৈতিক ভাবে কোনঠাসা করার লক্ষ্যে উদ্দেশ্যপ্রনোদিত ভাবে আমার নামে ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে একটি কুচক্রী মহল, আমি এ অপপ্রচারের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদল নেতা সোহাগ, ফয়সাল,
ওয়ার্ড বিএনপির নেতা-কর্মী, সমর্থকসহ আরো অনেকে।