মফিজুর রহমান পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কক্সবাজারের পেকুয়া উপজেলায় তিনদিন ব্যাপী ভূমি উন্নয়ন মেলা উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৫ মে) সকাল ১০ টায় উপজেলা ভূমি অফিসের সামনে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইছা, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল মোস্তফা, বিভিন্ন ইউনিয়নের ভূমি কর্মকর্তা, উপকারভোগী জমির মালিকগণ।
মেলা উপলক্ষে উপজেলা ভূমি অফিস থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়। এই মেলা ২৭ মে পর্যন্ত চলবে।