শিরোনাম
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন সাংবাদিকরা বান্দরবানের লামা ভ্যালি: কীভাবে যাবেন, কী দেখবেন বাংলা গানের জগতে আশীষ খীসার আত্মপ্রকাশ গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে আলীকদমে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ লায়ন্স ক্লাব অফ চিটাগাং ক্লাসিকের দায়িত্ব হস্তান্তর-গ্রহণ এবং ডিজি টিম সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন  বিজেপি যাদবপুর সাংগঠনিক জেলার ডাকে– কন্যা সুরক্ষা যাত্রা ও সমাবেশ সালমান আহমেদের কথায় খুশবুন বিন্দুর নতুন গান কুড়িগ্রাম-১ আসনে গণসংযোগ চালাচ্ছেন সাবেক ছাত্র নেতা ডাঃ মোঃ মাহফুজার রহমান মারুফ আলীকদমে বিএনপির উদ্যোগে ফ্যাসিবাদ বিরোধী বিজয় র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত মাদকের কুফল ও ক্ষতিকর প্রভাব এবং চিকিৎসা – শাহ জামান ( আলো মাদকাসক্তি পূর্ণবাসন কেন্দ্র) 
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন
Notice :
ঢাকাসহ সারা দেশে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ দেবে দৈনিক বাংলার সমাচার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও মনমনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলা ও অঞ্চলে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ চলছে

আলীকদম কলেজে ৫ তলা একাডেমিক ভবনের লে-আউট সম্পন্ন

সম্পাদক প্রকাশক / ১১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
Oplus_131072

আলীকদম (বান্দরবান) সংবাদদাতা

১৭ মে ২০২৫: আলীকদম উপজেলায় শিক্ষাখাতে এক নতুন মাইলফলক অর্জিত হলো। আজ শনিবার দুপুরে আলীকদম কলেজের প্রস্তাবিত ৫ তলা একাডেমিক ভবনের লে-আউট দেওয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এই গুরুত্বপূর্ণ কাজটি বাস্তবায়িত হচ্ছে।

এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

এছাড়াও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জনাব ইয়াসির আরাফাত, আলীকদম থানার অফিসার ইনচার্জ মিজা জহির উদ্দিন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিমন, উপজেলা মৎস্য অফিসার জনাব আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভূট্টো, আলীকদম প্রেসক্লাব সভাপতি ও কলেজের উদ্যোক্তা সদস্য মমতাজ উদ্দিন আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

দাতা সদস্য আনছার আলী ও মো. এরশাদ মিয়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে এই শুভ কাজের অংশীদার হন।

উপস্থিত সকলে এই অত্যাধুনিক একাডেমিক ভবনের নির্মাণ কাজ শুরু হওয়ায় আনন্দ প্রকাশ করেন এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এই নতুন ভবনটি কলেজের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং শিক্ষার্থীদের জন্য একটি উন্নত শিক্ষাঙ্গন তৈরি করবে বলে আশা করা যাচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, “আজকের এই লে-আউট প্রদান আলীকদমের শিক্ষাখাতে একটি নতুন দিগন্ত উন্মোচন করলো। এই ভবনটি ছাত্র-ছাত্রীদের জন্য আধুনিক শিক্ষার পরিবেশ সৃষ্টিতে সহায়ক হবে।”

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জনাব ইয়াসির আরাফাত জানান, “আমরা গুণগত মান বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে এই ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য বদ্ধপরিকর।”

কলেজের উদ্যোক্তা সদস্য মমতাজ উদ্দিন আহমদ এই উদ্যোগের জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানান এবং বলেন, “এই ভবনটি আলীকদম কলেজের দীর্ঘদিনের স্বপ্ন ছিল, যা আজ বাস্তবায়নের পথে।”

এই ৫ তলা একাডেমিক ভবনটি আলীকদম কলেজের শিক্ষা ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ করবে এবং এলাকার ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার সুযোগ আরও প্রসারিত করবে বলে মনে করছেন স্থানীয় শিক্ষাবিদ ও অভিভাবক মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ