আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে সু-স্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় । এতে ইসলামিয়া কলেজের ৩০ জন শিক্ষক অংশ গ্রহণ করেন।
বারটান আঞ্চলিক কার্যালয়, সিরাজগঞ্জের বাস্তবায়নে এবং ইসলামিয়া সরকারি কলেজের সহযোগিতায়, বুধবার (১৪মে-২০২৫খ্রিঃ) সকালে ইসলামিয়া সরকারি কলেজ, সিরাজগঞ্জের হলরুমে কলেজের ৩০ জন শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত 'স্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি' বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অত্র কলেজে'র নবনিযুক্ত সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর শরীফ- উস- সাঈদ।
বিশেষ অতিথি ছিলেন, ইসলামিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন প্রমুখ।
সু-স্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ
অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব ছিলেন এবং প্রশিক্ষণ পরিচালনা করেন, বারটান সিরাজগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আঃ মজিদ।
এ প্রশিক্ষণ সঞ্চালনা করেন, ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট সিরাজগঞ্জ (বারটান) ঊর্ধ্বতন প্রশিক্ষক ও বৈজ্ঞানিক কর্মকর্তা (অঃদাঃ) মোরসালীন জেবিন তুরিন এবং অনুষ্ঠানে দায়িত্বে ছিলেন , সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন। এ প্রশিক্ষণে সুস্থ জীবন যাপনের জন্য ফলিত পুষ্টি, সুষম খাদ্য, নিরাপদ খাদ্য ও জীবন চক্রে পুষ্টি সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়।
সম্পাদক-প্রকাশক: মোঃ তৌহিদুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ শাহনেওয়াজ। বার্তা সম্পাদক: মোঃ হাসেম। উপদেষ্টা: সাইফুল ইসলাম রিমন
ঘরে বসে আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন 09638-574273 - 01616-885650