আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ জেলা শহরের ঐতিহ্যবাহী সুনামখ্যাত বিদ্যাপীঠ সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজে’র অধ্যক্ষ প্রফেসর ড. এস.আই.এম.এ রাজ্জাক এর অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা, উপহার ও স্মারক সম্মাননা প্রদান, দোয়া- মোনাজাত ও আলোচনা সভা করা হয়েছে।
সিরাজগঞ্জ সরকারি ইসলামিয়া সরকারি কলেজের আয়োজনে,
মঙ্গলবার (৬ মে-২০২৫) সকাল হতে দিনব্যাপী উক্ত অনুষ্ঠানে সভাপতি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মোস্তাফিজুর । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সরকারি কলেজে অধ্যক্ষ প্রফেসর মোঃ যহুর আলী। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. আবুল কাশেম, সাঈদ, মোহাম্মাদ সাজেদুর রহমান, মোছাঃ এলিজা তাজমিন সীমা।
এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অত্র কলেজে’র শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন,
ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মির্জা সুলতান মাহমুদ স্বপন সহ অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক ও কলেজ ছাত্রদল, ছাত্র শিবিরের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন বিদায়ী অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা উপহার প্রদান করে। এ বিদায়ী অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব বিকেলে অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করা এবং স্মৃতিচারন করে আলোচনাসভা করা হয়। এ অনুষ্ঠানে সিরাজগঞ্জ সরকারি কলেজ, সিরাজগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, কাজিপুর মনসুর আলী কলেজ, রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজ, সরকারি কলেজ উল্লাপাড়া সিরাজগঞ্জের প্রফেসর অধ্যক্ষ, উপাধ্যক্ষ সহ অন্যান্য অধ্যাপক ও প্রভাষকগণ উপস্থিত ছিলেন।