মোক্তার আহমদ
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশে বিরল প্রজাতির রাজ ধনেশ পাখির বাচ্চা পাচারকালে উদ্ধার করেছে বন বিভাগ।
৫ মে সকালে উপজেলার ধোপাছড়ি মংলার মুখ এলাকার দক্ষিন বনবিভাগের দোহাজারী রেঞ্জের সাংগু বনবিটের আওতাধীন গভীর বন জংগল থেকে পাচারকালে পাখির বাচ্চাটি উদ্ধার করা হয়।
এসময় পাচারের অভিযোগে ইমরান (২৭) কে আটক করা হয় এবং ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বন্য প্রানী সংরক্ষন আইন ২০১২ এর ৩৪ ধারায় ইমরানকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদানের আদেশ দেন।
পাখির বাচ্চাটি সাংগু বনবিটে সুদত্ত চাকমার জিম্মায় প্রদান করা হয়। আদালত পরিচালনাকালে বনরক্ষক ইমরুল কায়েস, দোহাজারী রেঞ্জ কর্মকর্তা মো: রেজাউল করিম, সাংগু বিট কর্মকর্তা সুদত্ত চাকমা,উপজেলা ভুমি অফিসের নাজির আরিফুল হক উপস্থিত ছিলেন।