কমল কৃষ্ণ দে,
মাটিরাঙ্গা(খাগড়াছড়ি) সংবাদদাতা,
খাগড়াছড়ির মাটিরাঙ্গার গোমতি ইউনিয়নে বান্দরছড়া এলাকায় দুইটি তামাক চুল্লিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে।
শনিবার (৩ মে) বেলা ১১টার দিকে আগুন লাগে। এ সময় মো. আবুল কালামের দুইটি তামাকের চুল্লি পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
জানা যায়, তামাক পোড়ানো চুল্লির অতিরিক্ত তাপ ও খোলা আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে এবং সেখানে সংরক্ষিত বিপুল পরিমাণ তামাক পুড়ে যায়। এতে ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানান ক্ষতিগ্রস্ত চাষিরা।