টি আই মাহামুদ
বান্দরবানের আলীকদমে অভিযান চালিয়ে ৪ মাদক সেবীকে আটক করেছে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মোমিন।
আলীকদম থানা ও উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয় সূত্রে জানা যায়, গতরাত ১২:১০ মিনিটের সময় উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের মোক্তার সর্দার পাড়া এলাকায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মোমিন অভিযান চালিয়ে ৪ জন ব্যক্তিকে মাদক সেবনরত অবস্থায় আটক করে। এসময় তাদের কাছে থাকা ১৪ পিস ইয়াবা এবং মাদক সেবনের উপকরণ জব্দ করা হয়েছে।
আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে এবং পরবর্তীতে তাদের বান্দরবান জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান আলীকদম থানার ডিউটি অফিসার প্রনব।
আটককৃতরা হলেন- নয়াপাড়া ইউনিয়নের মোক্তার সর্দার পাড়া হাফেজ আহমদের ছেলে মোঃ সাদেক হোসেন (২৫) ও আবুল হাশেমের ছেলে মোঃ হাবিব উল্লাহ(৩২), চৈক্ষ্যং ইউনিয়নের পাট্টাখাইয়া গ্রামের মনজুর আলমের ছেলে মোঃ মুবিন মিয়া(২৯) ও আবাসিক এলাকার আবু তাহেরের ছেলে মোঃ মোস্তফা কামাল আলম(৩২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৪২(১) ধারায় আটককৃতদের মধ্যে মোঃ সাদেক হোসেনকে ২মাস, মোঃ হাবিব উল্লাহ ১৫ দিন, মোঃ মুবিন মিয়া ১৫ দিন এবং মোঃ আলমকে ১৫ দিন সাজা এবং ৪০০/- টাকা করে জরিমানা ঘোষণা করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী মেজিস্ট্রেট।
সাজাপ্রাপ্ত মোস্তফা কামাল আলম চৈক্ষ্যং ইউনিয়ন কৃষক দলের সভাপতি।
স্থানীয় প্রশাসনের এমন অভিযানে আলীকদম উপজেলায় মাদক নির্মূলে ভূমিকা রাখবে বলে মনে করছেন এলাকাবাসী। একাজে প্রসাশনকে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে জানিয়েছেন তারা।