মোঃ লতিফুল ইসলামঃ জামালপুর জেলা প্রতিনিধি
১৫ নং রশিদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল আক্তারের ব্যবহারে ইউনিয়ন নেতাকর্মীসহ সাধারণ জনগণ অসন্তুষ্ট। আমজনতা বলছে জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক ২ বারের মেয়র এবং বর্তমান এমপি প্রার্থী জননেতা এড., ওয়ারেছ আলী মামুনের জনপ্রিয়তা এদের মতো নেতাদের কারনেই কমতেছে। বেপরোয়া ব্যবহার, মার্চ ও এপ্রিলের টিসিবি পন্য স্লিপ দিয়ে ভাগাভাগি, সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাঁধাসহ হাত - পা ভেঙে ফেলার হুমকি।
গত ২৯ শে এপ্রিল মঙ্গলবার ৩ঃ১৫ মিনিটের দিকে জেলা সাংবাদিদের তথ্য সংগ্রহে বাঁধা ও কথা - কাটা কাটির ঘটনা ঘটেছে। যেখানে টিসিবি ডিলারেরা তথ্য দিয়ে সহযোগিতা করে এবং সুষ্ঠ ভাবে টিসিবি পন্য বিতরণ হয়েছে বলে তথ্য দেয়। কিন্তু নেতা বাবুল আক্তার বিনা কারনে সাংবাদিকদের হুমকি দিয়ে যাচ্ছে...
গতকাল ৩০ শে এপ্রিল রাত ১১ঃ ২৬ মিনিটে ০১৮৬৪ ২৯৭৮৬৮ এই নাম্বার থেকে হুমকি দেওয়া হয়। বাড়ি থেকে তুলে নিয়ে যাবে এবং তুলসীপুর বাজার হয়ে জামালপুর যাওয়ার পথে গাড়ি ভেঙে দিবে। আরও বলে সাংবাদিক তোর বাপকে বলিস উড়ো প্লেন কিনে দিতে। তবে এবিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. মামুন ভাইকে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাবাদী করেন ।
সম্পাদক-প্রকাশক: মোঃ তৌহিদুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ শাহনেওয়াজ। বার্তা সম্পাদক: মোঃ হাসেম। উপদেষ্টা: সাইফুল ইসলাম রিমন
ঘরে বসে আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন 09638-574273 - 01616-885650