নারায়ন সরকার (নয়ন) হবিগঞ্জ
হবিগঞ্জ মাধবপুরে ৬ কেজি গাঁজা সহ মাধবপুর উপজেলার ধনকুড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে মো: খলিল মিয়া (৩৮) ও বনগাঁও গ্রামের মৃত মসকুদ আলীর ছেলে মো: ইলিয়াস মিয়া (২৬) কে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৯ এপ্রিল)বেলা সোয়া ২ টার দিকে মাধবপুর থানাধীন তেলিয়াপাড়া (হরষপুর) পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) জয় পাল ও এএসআই শহীদুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ নিয়মিত চেকপোস্ট করা কালে উপজেলার শাহজাহান পুর ইউনিয়নের নোয়াহাটি বাজারে অভিযান চালিয়ে শুকনো মরিচের বস্তার ভিতরে ৬ কেজি গাঁজা সহ দুই পাচারকারীদের আটক করা হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল্লাহ আল মামুন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত মাদক সহ আটক কৃত আসামীদের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।