মোঃ ইকরামুল হাসান স্টাফ রিপোর্টার
পুলিশ সপ্তাহ-২০২৫ উদ্বোধন ও পদক প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন বান্দরবান পার্বত্য জেলা পুলিশ
ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স, বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে “আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশ সপ্তাহ-২০২৫ অনুষ্ঠিত হয়। পুলিশ সপ্তাহ-২০২৫ উদ্বোধন ও পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মাননীয় প্রধান উপদেষ্টা পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ভাষণ প্রদানের মাধ্যমে পুলিশ সপ্তাহ-২০২৫ উদ্বোধন করেন ও কৃতি পুলিশ সদস্যদের পদক পরিয়ে দেন।
উক্ত অনুষ্ঠানে রাজারবাগ পুলিশ লাইন্স, বাংলাদেশ পুলিশ অডিটরিয়াম হতে সরাসরি যুক্তহন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) মহোদয় এবং বান্দরবান পার্বত্য জেলার পুলিশ লাইন্স ড্রিল শেড থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন বান্দরবান পার্বত্য জেলার সকল ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।