মফিজুর রহমান
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করতে লবণ চাষিদের ১৪ দফা দাবি জানিয়ে স্বারক ও লিফটের তুলে দেন শিল্প সচিবের হাতে লবণ শিল্প রক্ষায় আন্দোলনকারীরা।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল ৩টায় শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিল্প সচিব মোঃ ওবায়দুর রহমানের হাতে চাষিদের পক্ষে ১৪ দফা দাবি সম্বলিত স্মারক লিপি তুলে দেন পরিবেশ বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)র পেকুয়া উপজেলা কোঅর্ডিনেটর দেলওয়ার হোসাইন ও লবণ চাষি কল্যাণ সমিতির সভাপতি এডভোকেট শাহাব উদ্দিন।
এদিন লবণ শিল্প সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে শিল্প মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ ওবায়দুর রহমানের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার বাঁশখালীতে বাংলাদেশের একমাত্র দেশীয় লবণ উৎপাদন কেন্দ্র। এর মধ্যে প্রায় ৯৫ শতাংশ লবণ উৎপাদন হয় কক্সবাজার জেলায়, অবশিষ্ট ৫ শতাংশ লবণ উৎপাদন হয় চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। বিসিকের তথ্য মতে গত অর্থবছরে উৎপাদিত লবণ চাহিদা মিটিয়ে বর্তমানে আরও ২ লক্ষ ২২ হাজার মেট্রিক টন মজুদ আছে। চলতি মৌসুমে প্রাকৃতিক পরিবেশ অনুকূলে থাকায় লবণ উৎপাদন প্রক্রিয়া ভালোভাবেই চলছে।
তারা বলেন,লবণ চাষিরা মাঠ পর্যায়ে প্রতি কেজি লবণ উৎপাদন খরচ প্রায় ১৫ টাকা হলেও মাঠ পর্যায়ে প্রতি কেজি মাত্র ৩ টাকা ৫০ পয়সা দরে বিক্রি হচ্ছে। চাষিদের উৎপাদন লবণ প্যাকেটজাত করে বিভিন্ন কোম্পানি প্রতি কেজি লবণ বাজারে ৪০-৪৫ টাকায় বিক্রি করছে। মাঠ পর্যায়ে চাষিরা ন্যায্য মূল্য না পেয়ে লবণ চাষে আগ্রহ হারাচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের একমাত্র স্বনির্ভর লবণ শিল্পের ধ্বংস প্রায় নিশ্চিত।
এসময় চাষিদের পক্ষে ১৪টি বিভিন্ন দাবি তুলেন ধরেন বক্তৃতারা। সাদা সোনা খ্যাত শিল্প ও লবণ চাষিদের বাঁচাতে ১৪ দাবি মধ্যে রয়েছে
লবণের ন্যায্য মূল্য,দালাল ও সিন্ডিকেটমুক্ত লবণ বিক্রির পরিবেশ সৃষ্টি করা,ডিজিটাল মিটার দ্বারা লবণের পরিমাপ নিশ্চিত করা,মৌসুমের আগে সরকার কর্তৃক লবণের দাম ও বর্গা জমির খাজনা নির্ধারণ করা, বৈদেশিক লবণ আমদানি বন্ধ করা, সরকার কর্তৃক চাষীদের কাছ থেকে লবণ ক্রয় করা,লবণ বোর্ড স্থাপন ও কক্সবাজার জেলায় সরকারিভাবে লবণ শিল্প কারখানা স্থাপন করা,দূর্যোগপূর্ণ সময়ে লবণ চাষিদের প্রণোদনা নিশ্চিত করা,লবণ চাষীদের সহজ শর্তে বিনা সুদে ঋণের ব্যবস্থা করা, লবণ চাষীদের সরকারিভাবে তালিকাভূক্তি করা, জমি মালিকরা যৌক্তিক কোন কারণ ছাড়া চাষীর কাছ থেকে বর্গা জমি কেড়ে নেয়া,ওয়াকফ এস্টেট এর জমি মোতোয়াল্লি কর্তৃক চাষীদের সরাসরি জমি বর্গা দিতে হবে এবং কোন একক ব্যাক্তিকে ইজারা না দেয়া এবং লবণ চাষ যোগ্য জমিতে কোন প্রকল্প স্থাপন না করা।
এতে বিসিক চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মোঃ সাইফুল ইসলাম,বাংলাদেশ লবণ চাষী কল্যাণ সমিতির সভাপতি এডভোকেট শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক এজেএম গিয়াসউদ্দিন চৌধুরী,
কক্সবাজার লবণ চাষি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদ সভাপতি মোহাম্মদ জামিল ইব্রাহিম সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন,পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)র পেকুয়া উপজেলা কোঅরডিনেটর দেলওয়ার হোসাইনসহ লবণ মিল মালিক সমিতির প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি, লবণ বাজারজাত কোম্পানির প্রতিনিধিগন বক্তব্য রাখেন।
এসময় কক্সবাজার জেলা প্রশাসক সালাহউদ্দিন,
বিসিক উপ মহাব্যবস্থাপক মোঃ জাফর ইকবাল ভূঁইয়া সহ লবণ শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
পেকুয়ার উজানটিয়ায় পাউবোর বেড়িবাঁধ সংস্কারে ৩০ লক্ষ টাকা বরাদ্দ
এম. আবদুল্লাহ আনসারী. পেকুয়া
পেকুয়া উপজেলার উজানটিয়া ঠেকপাড়া বেড়িবাঁধে জিও ব্যাগ দ্বারা সংস্কারের জন্য ৩০ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। জানাযায় ঝুঁকি পূর্ণ ১৫০ ফুট বেড়িবাঁধ সংস্কার করার জন্য ৪৪০০ টি জিও ব্যাগ প্রতি ব্যাগে ২.৫ মন বালি ভর্তি করে ঝুঁকি পূর্ণ বাঁধেরওপরে দিয়ে ভাঙ্গন রোধে কাজ করবে। একাজের জন্য বান্দরবান পাউবো ৩০ লাখ টাকা বাজেটের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করেছেন। চট্টগ্রাম আলম ব্রাদার্স এ কাজ সম্পন্ন করবেন। বান্দরবান পাউবোর ৬৪/২ বি ফোল্ডারের পেকুয়া উপজেলার উজানটিয়া ঠেকপাড়ার অতি ঝুকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কার করে জনসাধারণের স্বাভাবিক রাখতে ১৫০ বেড়িবাঁধ ঝুঁকি পূর্ণ চিহ্নিত করে বরাদ্দের জন্য দীর্ঘ প্রচেষ্টার পর বরাদ্দ পাওয়ায় উজানটিয়ার বাসিন্দা কক্সবাজার নারী ও শিশু অপরাধ দমন ট্রাইব্যালের পিপি এডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু জানান, অতি জরুরি বরাদ্দ প্রদান ও কর্ম প্রক্রিয়া সম্পন্ন করার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, পাউবোর নির্বাহী প্রকৌশলী অরুপ চক্রবর্তীর কাছে কৃতজ্ঞ। পেকুয়ার দায়িত্ব প্রাপ্ত এসও জমির হোছাইন এপ্রকল্প বাস্তবায়ন শীঘ্রই শুরু হবে বলে জানান।
সম্পাদক-প্রকাশক: মোঃ তৌহিদুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ শাহনেওয়াজ। বার্তা সম্পাদক: মোঃ হাসেম। উপদেষ্টা: সাইফুল ইসলাম রিমন
ঘরে বসে আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন 09638-574273 - 01616-885650