নিজস্ব প্রতিবেদক
প্রভুপাদ শ্রীল হরগোবিন্দ ভক্তিসিদ্ধান্ত রত্মাকর গোস্বামী স্মৃতি সংসদ, আলীকদম উপজেলা আঞ্চলিক কমিটির সাথে ১৭ এপ্রিল ২০২৫খ্রি:রোজ বৃহস্পতিবার আলীকদম নয়াপাড়া লোকনাথ মন্দির প্রাঙ্গণে কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দলের সাথে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন আগামী ২১,২২ ও ২৩ এপ্রিল ২০২৫খ্রি: রোজ সোমবার, মঙ্গলবার ও বুধবার রাধামাধব মন্দির, সচ্চিদানন্দ ধাম, গাছবাড়িয়া, চন্দনাইশ, চট্টগ্রাম এ প্রভুপাদ শ্রীল হরগোবিন্দ ভক্তিসিদ্ধান্ত রত্মাকর গোস্বামী'জির ৩৯ তম তিরোধান তিথি উপলক্ষে নানা মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহতী ধর্মসভা, লীলাকীর্তন ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উক্ত মহতী অনুষ্ঠানে বিভিন্ন সার্বিক বিষয় নিয়ে আলোচনা ও আলীকদম উপজেলা সকল ভক্তবৃন্দদের আমন্ত্রণ জানাতে আলীকদম লোকনাথ মন্দিরে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন প্রভুপাদ শ্রীল হরগোবিন্দ ভক্তিসিদ্ধান্ত রত্মাকর গোস্বামী স্মৃতি সংসদ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দেবব্রত পাল দেবু, যুগ্ম সাধারণ সম্পাদক সমীর ধর, সহ প্রচার সম্পাদক অনুপম দে, সহ মহিলা বিষয়ক সম্পাদক সন্ধ্যা রানী দে এবং আলীকদম আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক রুম্পা রানী দে, আলীকদম কমিটির পরামর্শ সংসদের প্রধান ডাঃ সুজিত কুমার দে সহ আলীকদম আঞ্চলিক কমিটির সকল নেতৃবৃন্দ ও সদস্য ভক্তবৃন্দ। এসময় সকলের সাথে কুশল বিনিময় সহ অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ সার্বিক বিষয়ে সকলের সাথে আলোচনা করা হয় এবং সবাইকে যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানান কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
সম্পাদক-প্রকাশক: মোঃ তৌহিদুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ শাহনেওয়াজ। বার্তা সম্পাদক: মোঃ হাসেম। উপদেষ্টা: সাইফুল ইসলাম রিমন
ঘরে বসে আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন 09638-574273 - 01616-885650