মিনহাজ উদ্দীন
মঙ্গলবার রাত তামাকুমন্ডি লেইন বণিক সমিতি 'র আওতাভুক্ত রমহান ম্যানশন ৩য় তলায় ভয়াবহ আগুন
কিছু ব্যাবসায়ীর সপ্ন চোখের সামনে শেষ হতে দেখিছি।
দীর্ঘ ৩ ঘন্টা ফায়ার সার্ভিস কর্মীদের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে আ/গু/ন।
এসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন
তামাকুমন্ডি লেইন বনিক সমিতির সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ,সাবেক নেতৃবৃন্দ।
বিভিন্ন মার্কেটের সভাপতি ও সাধারণ সম্পাদক অন্যান্য নেতৃবৃন্দ সহ ব্যাবসায়ী ও সহযোগী ভাইরা সার্বিক সহযোগিতা করেছেন।
বাংলাদেশ সেনাবাহিনী, কোতোয়ালি থানা পুলিশ, RAB-7, পিডিবি কর্মকর্তা-কর্মচারী ও সংবাদ কর্মী সহ ভাইরা ও সার্বিক সহযোগিতা করেছেন।
মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া
জানাচ্ছি যে কোন ব্যাবসায়ী ও সহযোগি ভাই হতাহত হয়নি।
সম্পাদক-প্রকাশক: মোঃ তৌহিদুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ শাহনেওয়াজ। বার্তা সম্পাদক: মোঃ হাসেম। উপদেষ্টা: সাইফুল ইসলাম রিমন
ঘরে বসে আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন 09638-574273 - 01616-885650