মোঃ সফিউল্লাহ
চির শত্রু ইসরাইলের ইহুদি গোষ্ঠী বিশ্ব মুসলিমদের প্রকাশ্য দুশমন,
তারা দেখাইলো মহা তান্ডব ফিলিস্তিন বাসীর উপর নরকীয় আক্রমণ।
গুঁড়িয়ে দিলো মুহুর্তেই ধর্মপ্রান অসহায় ফিলিস্তিন বাসীর বাস্তুভিটা,
বোমার আঘাতে শূন্যে উড়িয়ে দিলো তাদের নিষ্পাপ তাজা দেহটা।
রাফাহ বাসীর ক্রন্দনের আর্তনাদ নিমিষেই বাতাসে হলো স্তব্ধ,
এ ধ্বংস লীলা দেখেছে বিশ্ব কেঁদেছে
জাতি হয়েছে মহা-ক্ষুব্ধ।
পবিত্র ভূমি বাস্তুভিটা ধুলায় লুটিয়ে ধ্বংস-লীলা মহাপ্রলয় ভূমিকম্প,
মানব শূন্যতা রাফাহ বাসি আজি মহাশ্মশান জীবনের গল্প।
কাঁদিছে মুমিন-বান্দা হারায়নি তো মুসলিম বীরদের যুদ্ধের ছন্দ,
আল আকসা আক্রমণে —
হেরে যাবে ইহুদীবাদী বলিবে এই আক্রমণ ছিল অতি মন্দ।
মুসলমান বীর দেখিয়েছিল বদর যুদ্ধে
বীরত্বের ঈমানী হুংকার,
মুসলিম বীর এগিয়ে যাও নারায়ে তাকবীর বাজাও যুদ্ধের ঝংকার।
বিশ্বের মুসলিম এক হও ইহুদি হটাও উড়াও যুদ্ধের বিজয় নিশান,
আল আকসা আক্রমণে ইহুদির বিরুদ্ধে নাও প্রতিশোধ মজবুত করো ঈমান।
মহান প্রভু রক্ষা করেছিলেন পবিত্র কাবা
পাঠিয়েছিলেন পাখি আবাবিল
হে মুসলমান! প্রার্থনা করো —
ইহুদিদের প্রাণ নাশ করতে আল্লাহ যেন পাঠায় অতি শীঘ্রই আজরাঈল।