মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগর বাসিরা সুলতানা বর্ষা(১৪) নামের এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। সোমবার ৭ এপ্রিল সকাল ৯ টার সময় ওই বাড়ি থেকে স্কুলে গিয়ে আর ফিরে আসেনি। এবিষয়ে স্কুলছাত্রীর পিতা অভয়নগর থানায় মেয়ের সন্ধান চেয়ে একটি লিখিত আবেদন করেছেন। লিখিত আবেদন সূত্রে জানা গেছে, নিখোঁজ স্কুলছাত্রী বর্ষা ও বৃষ্টি জমজ দুইবোন এক সাথে উপজেলার ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের দেয়াপাড়া গ্রামের দেয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। সোমবার সকালে দুই বোন একসাথে স্কুলে যায়। পরে বেলা ১১ টার সময় দুই বোন স্কুল থেকে বের হয়ে বর্ষা নামের ছাত্রীটি বৃষ্টিকে বলে তুমি বাড়ি যাও আমি একটু পর আসতেছি। বৃষ্টি নামের ছাত্রীটি বাড়ি চলে আসলেও বর্ষা নামের ছাত্রীটি আর নিজ বাড়িতে ফেরেনি। ফলে পরিবারের সদস্যরা সকল স্থানে খোঁজাখুজি করেও এখনো তার কোন সন্ধান পাওয়া যায়নি। যে কারনে ওই স্কুলছাত্রীর মা বাবাসহ পরিবার আতংকিত হয়ে পড়েছে। নিখোঁজ স্কুলছাত্রী উপজেলার দেয়াপাড়া গ্রামের মোঃ জামাল খানের মেয়ে ও সাংবাদিক কামাল হোসেনের ভাতিজি। এব্যাপারে পরিবারের সদস্যরা সকল শ্রেণীর মানুষের কাছে আকুল আবেদন করেছেন, নিখোঁজ স্কুলছাত্রীর সন্ধান দিতে পারলে তারপ্রতি চিরকৃতজ্ঞ থাকবে। এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, স্কুলছাত্রী নিখোঁজের একটা আবেদন পেয়েছি আমরা জরুরি স্কুলছাত্রীটিকে উদ্ধার করতে কাজ শুরু করেছি। কোন ব্যক্তি ওই স্কুলছাত্রীর সন্ধান পেলে নিন্ম মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ বিনীত অনুরোধ করা হল। সাংবাদিক মোঃ কামাল হোসেন ০১৮৭৩৭৬৯২৩৯।
সম্পাদক-প্রকাশক: মোঃ তৌহিদুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ শাহনেওয়াজ। বার্তা সম্পাদক: মোঃ হাসেম। উপদেষ্টা: সাইফুল ইসলাম রিমন
ঘরে বসে আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন 09638-574273 - 01616-885650