হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি
ব্রক্ষপুত্র নদে মহাষ্টমীর পূণ্য স্নান উপলক্ষে অষ্টমী স্নান ও মেলা কমিটি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালপুর জেলা শাখার উদ্যোগে আগত ভক্তবৃন্দের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
৫ এপ্রিল শনিবার সকালে স্থানীয় দয়াময়ীমোড় অবস্থিত জামালপুর সাংস্কৃতিক পল্লীর কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে দই,মুড়ি, ও দুপুরে সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে রান্না করা খিচুড়ি আগত ভক্তবৃন্দের মাঝে খাদ্য বিতরণ করা এ অনুষ্ঠানের আয়োজন করেন।
অষ্টমী স্নান ও মেলা কমিটি জামালপুর জেলা শাখার সভাপতি প্রদীপ কুমার সোম রানু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রী অনিল চন্দ্র গৌড়ের সঞ্চালনায় খাদ্য বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও শহর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মাইন উদ্দিন বাবুল,জেলা বিএনপির সদস্য ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালপুর জেলা শাখার সহ-সভাপতি সুবাশ চন্দ্র সাহা,পরিতোষ কুমার পন্ডিত, সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর রায়,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালপুর শহর শাখার সভাপতি সুরেন্দ্র চন্দ্র দাস,সাধারণ সম্পাদক দীপক কুমার সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালপুর সদর উপজেলা শাখার সভাপতি উত্তম কুমার দেবনাথ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রমেন চন্দ্র বণিক, সদস্য সচিব দিলীপ কুমার দে প্রমুখ।
এসময় অষ্টমী স্নান ও মেলা কমিটি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালপুর জেলা শাখার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, মহাষ্টমীর পূণ্য স্নান উপলক্ষে শহরের ফেরীঘাট ব্রক্ষপুত্র নদে ভক্তবৃন্দের মহাষ্টমীর স্নানের ব্যবস্থা করেন, ও দয়াময়ীমোড়ে অষ্টমী মেলা এবং শ্রী শ্রী দয়াময়ী মন্দিরে বিভিন্ন পূজার আয়োজন করেন অষ্টমী স্নান ও মেলা কমিটি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ।