টি আই মাহামুদ
পবিত্র ঈদ-উল- ফিতর উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার ত্রান তহবিল ও ইউপি চেয়ারম্যান এম কফিল উদ্দিনের পক্ষ থেকে আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ৩৫০ (তিনশত পঞ্চাশ) জন অসহায় মানুষের হাতে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
আজ রবিবার ৩০মার্চ নয়াপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ৩০০ ও নয়াপাড়া ইউপি চেয়ারম্যান এম কফিল উদ্দিনের পক্ষ থেকে ৫০টি ঈদ উপহার বিতরণ করা হয়।
আলীকদম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জুলফিকার আলী ভূট্টো, নয়াপাড়া ইউপি চেয়ারম্যান এম কফিল উদ্দিন, আলীকদম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক বশির আহমেদ, আলীকদম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাঃ মাসুক ইলাহী, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বাদশা-সহ বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঈদ উপহার পেয়ে খুশিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন উপহার প্রাপ্তরা।