মোহাম্মদ শাহনেওয়াজ,
কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ বান্দরবানের লামার স্বনামধন্য আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান।
যেখানে ৩ হাজারের মতো অসহায় বঞ্চিত শিশু-কিশোর-কিশোরি লেখাপড়া করছে।
এটি পার্বত্য অঞ্চলের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান যেখানকার আড়াই শতাধিক শিক্ষার্থী এখন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল এবং বুয়েটে পড়ছে। লেখাপড়ার পাশাপাশি জাতীয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা এবং জাতীয় শিশু-কিশোর কুচকাওয়াজেও অনবদ্য সাফল্যের স্বাক্ষর রেখেছে গত কয়েক বছর ধরে এই শিক্ষা প্রতিষ্ঠান।
কিন্তু কিছুদিন ধরে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা আতঙ্কে দিন কাটাচ্ছে, যার একটাই কারণ স্কুলের পাশেই রাবার ফ্যাক্টরি স্থাপন। আন্ধারি খালের উৎপত্তিস্থলে এই রাবার ফ্যাক্টরি স্থাপনের কাজ শুরু করেছে লামা রাবার ইন্ডাস্ট্রিজ। ফ্যাক্টরি স্থাপনের মধ্যে দিয়ে রাবার প্রসেসিং-এর কাজ শুরু হয়ে গেলে এর বর্জ্য সেখানকার পরিবেশ দূষণ করবে। চারিদিকে দুর্গন্ধ ছড়াবে এবং শব্দ দূষণ হবে। এতে স্কুলটির কোমলমতি শিক্ষার্থীরা স্বাস্থ্যগত ঝুঁকিতে পড়বে। পাহাড়ের স্নিগ্ধ পরিবেশে লেখাপড়াসহ শারীরিক-মানসিক সুস্থতা নিয়ে তারা যেভাবে বেড়ে উঠছিল, সেটা বাঁধা পাবে। এতে শিক্ষা প্রতিষ্ঠানটির সাফল্য ও অর্জনে চরমভাবে ব্যাঘাত ঘটবে, এই আশঙ্কাই সৃষ্টি হয়েছে রাবার ফ্যাক্টরি স্থাপনকে ঘিরে।
সম্পাদক-প্রকাশক: মোঃ তৌহিদুল ইসলাম । মোঃ শাহনেওয়াজ। উপদেষ্টা: সাইফুল ইসলাম রিমন
ঘরে বসে আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন 09638-574273 - 01616-885650